৪০ ছুঁই ছুঁই চুয়াডাঙ্গার তাপমাত্রা, জনজীবনে দুর্ভোগ


চুয়াডাঙ্গায় প্রচণ্ড গরমে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বুধবার (২৩ এপ্রিল) বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ২৮ শতাংশ।
এমন টানা তাপপ্রবাহের ফলে জনসাধারণ, কৃষক ও শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে।
এর আগে আজ দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি ও বাতাসের আর্দ্রতা ছিল ৪৬ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যায় ও আর্দ্রতা হ্রাস পায়। ফলে গরমের তীব্রতা বেড়ে যায়।
মঙ্গলবার (২২ এপ্রিল) চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা আজকের তুলনায় কম। একদিনেই তাপমাত্রা ৩ ডিগ্রির বেশি বেড়ে যাওয়ায় মানুষ ভোগান্তিতে পড়েছেন।
এদিকে জেলা শহরের রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ ও দিনমজুররা রোদে কাজ করতে গিয়ে হাঁসফাঁস করছেন।
গরমে অনেকেই হিটস্ট্রোক, পানিশূন্যতা ও দুর্বলতায় ভুগছেন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, ‘এখন দিনে দিনে তাপমাত্রা আরও বাড়বে। আজ ৩৯ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে, যা চলমান তাপপ্রবাহের এক উজ্জ্বল প্রমাণ। বাতাসে আর্দ্রতা ছিল ২৮ শতাংশ।’
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরাসরি রোদের মধ্যে না থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।