ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে জখম, ২ জন গ্রেফতার


চট্টগ্রামের মীরসরাইয়ে বাড়ির সামনে বাজি পোটানোর প্রতিবাদ করায় ব্যাংক কর্মকর্তাকে বখাটেরা কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ঈদুল ফিতরের দিন রাত ৯টায় উপজেলার মিঠানালা ইউনিয়নের রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
আহত ব্যাংক কর্মকর্তার নাম রাসেদুল করিম (৪৫)। তিনি ওই এলাকার একেএম মনসুর আহমদের ছেলে। রাসেদ ইউসিবিএল ব্যাংকের এপিভিসি পদে দায়িত্বে রয়েছেন।
গ্রেফতার দুজন হলো– মীরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের অহিদুর রহমানের ছেলে ওসমান গনি ফরহাদ (১৭); ইছাখালী ইউনিয়নের লুদ্দাখালী এলাকার মৃত আবুল কালামের ছেলে আব্দুর রহমান (১৭)।
আহত রাসেদ বলেন, ‘ঈদের দিন রাতে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলাম। সে সময় বাড়ির সামনে রাস্তার ওপর একটি মোটরসাইকেল রাখা ছিল। পরে সেটি সরানোর সময় কয়েকজন ছেলে আসে। তখন তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর একটু পর আমার বাড়ির সামনে তারা বাজি ফোটায়। প্রতিবাদ করলে তিন-চার জন বখাটে এলোপাতাড়ি কোপাতে থাকে। আমার মাথায় কোপ দিয়ে জখম করে।’
মীরসরাই থানার সেকেন্ড অফিসার মো. শরীফ জানান, এ ঘটনায় থানায় ভিকটিম বাদী হয়ে তিন জনকে আসামি করে মামলা করেছেন। দুই জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।’