সিলেট সীমান্তে চোরাকারবারিদের হামলায় দুই বিজিবি সদস্য আহত

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৬ মার্চ ২০২৫, ০৭:১৩ পিএম
সিলেট সীমান্তে চোরাকারবারিদের হামলায় দুই বিজিবি সদস্য আহত

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারিদের হামলায় দুই বিজিবি সদস্য আহত হওয়া অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৫ মার্চ) আনুমানিক রাত ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের টিপরাখলা সীমান্তে ১২৮৭-৮৮ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বিজিবি সদস্যরা হলেন— মো. হারুনুর রশিদ ও মো. জমশেদ হোসেন।

স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টার দিকে উপজেলার ঘিলাতৈল, ফুলবাড়ী, তলাল, টিপরাখলা, করিমটিলা, কমলাবাড়ী, গোয়াবাড়ী ও বাইরাখেল সীমান্ত দিয়ে প্রতিদিন লাইন ‘ম্যানেজ’ করে চোরাকারবারি দলের সদস্যরা ভারতীয় গরু, মহিষ অবৈধভাবে জৈন্তাপুর বাজারে নিয়ে আসে।

এদিকে অবৈধ পথে ভারতীয় গরু প্রবেশের খবরে ১৯ বিজিবির জৈন্তাপুর (রাজবাড়ী) বিওপির টহল দল সীমান্তের ১২৮৭-৮৮ নম্বর মেইন পিলারের মধ্যবর্তী টিপরাখলা সীমান্তে অবস্থান নেয়। চোরাকারবারিরা সীমান্তে গরু নিয়ে প্রবেশের আগমুহূর্তে বিজিবির অবস্থান টের পেয়ে হামলা চালায়। হামলায় দুই বিজিবি সদস্য গুরুতর আহত হন। এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে হাতাহাতি ও ইট-পাথর নিক্ষেপ করে একটি গরু রেখেই বাকি গরুগুলো নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় চোরাকারবারিরা।

পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি টহল দলের আহত দুই সদস্যকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জৈন্তাপুর বিওপির ক্যাম্প কমান্ডারের সরকারি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আহত বিজিবি সদস্যরা সুস্থ আছেন। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।’