বিলের ডোবা থেকে মাথাবিহীন লাশ উদ্ধার


রাজশাহীর মোহনপুর উপজেলার সইপাড়া এলাকার বিলকুমারি বিলের ডোবা থেকে মাথাবিহীন একটি লাশ করেছে পুলিশ।
রবিবার (১৬ মার্চ) লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, গত ৯ মার্চ রাতে নিজ জমিতে পানি সেচ দিতে গিয়ে নিখোঁজ হন সইপাড়া গ্রামের আলতাফ (৫২) হোসেন। ডোবায় পুঁতে রাখা লাশটি তারই হতে পারে।
স্থানীয়রা জানান, আলতাফকে হত্যা করে লাশটি সেখানে পুঁতে রাখা হয়েছিল। তবে স্থানীয়রা রবিবার দুপুরের দিকে ওই ডোবায় লাশটি দেখতে পান। খবর পেলে পুলিশের একটি টিম ও সিআইডির একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারে করে।
এদিকে, এ ঘটনার পরে সইপাড়া গ্রামের আলতাফ হোসেনের প্রতিবেশি রুস্তমের ছেলে শরিফুল ও রাসেল এলাকা ছেড়ে পালিয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘লাশটি নিখোঁজ আলতাফ হোসেনের বলেই ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত করে বা পরিবারের সদস্যদের মাধ্যমে চিহ্নিত করার চেষ্টা হবে।’