নাটোরে কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৫ মার্চ ২০২৫, ০৪:১০ পিএম
নাটোরে কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মশিন্দা গ্রামের মনির হোসেন ও কামরুল ইসলাম।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মুশিন্দা গ্রামে ১৪ বছর বয়সি এক কিশোরীকে প্রতিবেশী যুবক মনির হোসেন কৌশলে বাড়ির বাইরে ডেকে নেয়। পরে মনিরের সহযোগিতায় কিশোরীকে আম বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে কামরুল ইসলাম নামে অপর এক যুবক। এসময় কিশোরীর পরিবার মেয়েটিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে আম বাগান থেকে তাকে উদ্ধার করে।

তিনি জানান, এই ঘটনায় পুলিশ খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে মুশিন্দা এলাকার মনির হোসেন, কামরুল ইসলাম ও মাহফুজ নামে তিন যুবককে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে মাহফুজকে ছেড়ে দেয় পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মনির ও কামরুলকে আসামি করে মামলা দায়ের করেন।
 
শনিবার দুপুরে পুলিশ দুই অভিযুক্তকে আদালতে পাঠিয়েছে। পাশাপাশি ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।