রাঙ্গামাটিতে কারাবন্দীদের জন্য বিশেষ সেহরি ও ইফতার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৪ মার্চ ২০২৫, ০৩:১৮ পিএম
রাঙ্গামাটিতে কারাবন্দীদের জন্য বিশেষ সেহরি ও  ইফতার

পবিত্র রমজান মাস উপলক্ষে জেলায় কারাবন্দীদের জন্য বিশেষ সেহরি ও ইফতারের ব্যবস্থা করেছে জেলা কারা কর্তৃপক্ষ। 

কারাগারে রোজাদারদের সম্মানে   কর্তৃপক্ষের এমন আয়োজনে খুশি কারাবন্দীরা।

চার দেয়ালের ভেতরে নিয়মিতভাবে রোজা রাখছেন বন্দীরা। ইফতারের সময় হলে সকলেই একসাথে বসে ইফতার করছেন। এসব বন্দীদের পবিত্র রমজানে মাসে যাতে রোজা রাখতে কষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে নিয়মিত সেহেরি ও ইফতার আয়োজন করছে জেলা কারা কর্তৃপক্ষ।

রোজাদারদের পাশাপাশি অন্যান্য বন্দীরাও ইফতারে সামিল হচ্ছে। রমজান শুরু হওয়ার পর থেকে প্রতিদিন রোজাদারদের জন্য সেহেরির ব্যবস্থা করা হয়।

এবিষয়ে জেলার জেলসুপার মো. দিদারুল আলম বাসসকে জানান, কারা মহাপরিদর্শকের নির্দেশনার পাশাপাশি আমরা কারাগারের বন্দীদের মধ্যে রমজান মাসের পুরো মাসজুড়ে রোজাদারেেদর জন্য বিশেষ ইফতার ও সেহরির ব্যবস্থা করেছি।

তিনি জানান, প্রতিদিন ইফতারের কারাগারে অন্তরীন বন্দীদের মধ্যে রোজাদারদের জন্য প্রতিদিন ১২টি আইটেম দিয়ে ইফতার এবং সেহরিতে বিশেষ ভালো মানের খাবার প্রদান করা হচ্ছে।

কারাগারের একজন বন্দী বাসসকে জানান, তিনি বিগত পাচ বছর যাবৎ জেলা কারাগারে সাজাপ্রাপ্ত আসামী। এবারে রমজান মাসে যেভাবে কারাবন্দীদের বিশেষভাবে বেশ কয়েকটি আইটেম দিয়ে ভালো মানের ইফতার এবং সেহরির ব্যবস্থা করা হয়েছে তা অতীতে কখনো হয়নি। তিনি এজন্য কারা কর্তৃপক্ষসহ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিভিন্ন অপরাধের সাজায় জেলা কারাগারে বন্দী আছেন ২১৬ জন কয়েদি। এদের মধ্যে নিয়মিত রোজা রাখেন ১৩০ জন।

ভোররাতে সেহেরি গ্রহণের পাশাপাশি রোজাদারদের সারাদিনের এবাদতের ব্যবস্থা রয়েছে। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি তারাবি নামাজও আদায় করতে পারেন তারা।

স্বজন ও পরিবারহীন বন্দীরা যাতে ভালোভাবে এই রমজান কাটাতে পারে সে বিষয়টা মাথায় রেখেই নিয়মিত ভালো মানের খাবার পরিবেশন করা হয়।