টিএসসিতে বড় পর্দায় দেখাচ্ছে শেখ হাসিনার রায়

Bangla Post Desk
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত:১৭ নভেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম
টিএসসিতে বড় পর্দায় দেখাচ্ছে শেখ হাসিনার রায়
ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‌মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম রায় বড় পর্দায় দেখাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)।

সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে বড় জায়ান্ট স্ক্রিনে টিএসসির পায়রা চত্বরে এই লাইভ সম্প্রচার করা হচ্ছে।

এ সময় ঢাবির শিক্ষার্থীসহ অন্যান্যদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

তখন তারা ‌‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘রশি লাগলে রশি নে, খুনি হাসিনাকে ফাঁসি দে’ ‘লীগ ধর, জেলে ভর’ সহ নানা স্লোগান দেয়।

ঢাবি শিক্ষার্থী উবায়দুর রহমান হাসিব বলেন, জুলাইয়ে আমাদের ভাইকে যারা খুন করেছে সেই খুনের মাস্টারমাইন্ড খুনি হাসিনা। হাসিনার সর্বোচ্চ শাস্তি, তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হবে সেই প্রত্যাশা নিয়ে আছি। একই সাথে আমাদের এই জেনারেশনেই খুনি হাসিনার ফাঁসি কার্যকর করতে হবে।

সাইদুজ্জামান নূর আলভী বলেন, আওয়ামী লীগ ও খুনি হাসিনা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন করেছে। ১৭ বছরে গুম, খুনসহ নানা অপরাধ করেছে। তারপর জুলাইতে যে তারা গণহত্যা চালিয়েছে। তার দায়ের খুনি হাসিনার রায়ের জন্য আমরা এখানে অপেক্ষা করছি। আমরা তার ফাঁসির রায় দেখার জন্যই অপেক্ষা করে আছি।