ডাকসুর সদস্যপদ হারাচ্ছেন হাসিনা

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৮ নভেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম
ডাকসুর সদস্যপদ হারাচ্ছেন হাসিনা
ছবি : সংগৃহীত

বাতিল হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকসুর আজীবন সদস্যপদ। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শীঘ্রই আসছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এজিএস মহিউদ্দিন খান।

গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন মহিউদ্দিন।

মহিউদ্দিন বলেন, ‘২০১৯ সালের ডাকসুতে যেমন দ্বিতীয় সাধারণ সভায় তাকে সদস্যপদ দেওয়া হয়েছে, ঠিক তেমনিভাবে ২০২৫ সালে নির্বাচিত ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় সেই সদস্যপদ বাতিল করা হবে। সব নির্বাচিত প্রতিনিধি সিদ্ধান্তটিতে নীতিগতভাবে একমত হয়েছেন। ফলে এটি কেবল আনুষ্ঠানিকতা মাত্র।’

২০১৯ সালে ডাকসু নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল ছাত্রলীগ। সে সময় ডাকসুর সাধারণ সভায় শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্যপদ দেয়া হয়।

২০২৫ সালে এসে সেই সাধারণ সভাতেই হাসিনার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে ডাকসু নেতারা নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছেছেন বলেও জানা গেছে।