1. হোম
  2. জাতীয়

সাংবাদিকদের সম্মাননা দিতে আবেদন আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের 

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম
সাংবাদিকদের সম্মাননা দিতে আবেদন আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের 
ছবি- সংগৃহীত

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ইনোভেশন ফেয়ার উপলক্ষে লেখালেখির জন্য সাংবাদিকদের পুরস্কৃত করা হবে। গত এক বছরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে যেসব সাংবাদিক বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি করেছেন সেগুলো মূল্যায়ন করে পুরস্কার দেওয়া হবে। 

বুধবার (২৪ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

আগ্রহী সাংবাদিকদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে https://nmst.gov.bd/ ওয়েব সাইটে গিয়ে https://forms.gle/eUWmYCw36qHUF3Lk7 লিংক-এ আবেদন করতে হবে। 
   
বাংলাদেশের উদ্ভাবনী শক্তিকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে ইনোভেশন ফেয়ার আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৯ হতে ২১ জানুয়ারি ঢাকায় ইনোভেশন ফেয়ারটি অনুষ্ঠিত হচ্ছে।

ব্যতিক্রমী এ আয়োজনে উদ্ভাবক, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং শিল্প প্রতিষ্ঠানের একই প্ল্যাটফর্মে মিলিত হবার সুযোগ ঘটবে বলে জানিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

বিপি/ এএস