হল রাজনীতির বিরুদ্ধে মধ্যরাতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৯ আগস্ট ২০২৫, ০৯:৪৮ এএম
হল রাজনীতির বিরুদ্ধে মধ্যরাতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

হল ও ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের দাবিতে গতকাল মধ্যরাতে একটি বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। তারা ‘১ ২ ৩ ৪, হলের রাজনীতি আর নয়’, ‘স্বাধীনতা না দাসত্ব, স্বাধীনতা স্বাধীনতা’ ইত্যাদি স্লোগান দিতে দিতে বেরিয়ে আসেন। পরে রাত ১টার দিকে নারী শিক্ষার্থীরা হলের গেট ভেঙে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন।

জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ৯ দফা দাবির অন্যতম ছিল যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক। কিন্তু শুক্রবার সকালে ঢাবির ১৮টি হলে কমিটি ঘোষণা করে ছাত্রদল। ফলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ তৈরি হয়।

মহসিন হলের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, ‘আজ ঢাবিতে আবার জুলাই ফিরে এসেছে। জুলাই মাসের প্রতিশ্রুতি হলো হলগুলোকে রাজনীতিমুক্ত রাখা, কিন্তু এখন হলগুলোতে গোপনে ও প্রকাশ্যে উভয়ভাবে রাজনীতি চলছে। আমরা অবিলম্বে হলগুলোকে ছাত্র রাজনীতিমুক্ত দেখতে চাই।’

‘যারা হলগুলোতে ছাত্র রাজনীতি ফিরিয়ে আনতে চান, তাদের উদ্দেশে আমরা বলতে চাই—আপনারা যদি ছাত্রলীগের পরিণতির মুখোমুখি হতে না চান, তাহলে হলগুলোতে ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করবেন না।’

রোকেয়া হলের আরেক শিক্ষার্থী বলেন, ‘যারা আমাদের হলে উপহার পাঠিয়েছিলেন, আমরা তাদের বয়কট করেছি। আমরা বিশ্বাস করি অন্যান্য নারী হলগুলোও এই ধরনের পদক্ষেপ নেবে।’

রাজু ভাস্কর্যে সমাবেশ শেষ করার পর বিক্ষোভকারীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে তারা পাঁচটি দাবি পেশ করেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে, ঢাবির হলে কেন (ছাত্রলীগের) কমিটি দেওয়া হলো, উপাচার্যকে তার জবাব দিতে হবে এবং প্রভোস্টদের ব্যর্থতার জন্য ক্ষমা চাইতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির এবং বামপন্থিসহ বিদ্যমান সকল রাজনৈতিক দলের হল কমিটি ভেঙে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের হল এবং শিক্ষাক্ষেত্রে সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে রাজনীতির জন্য একটি সম্পূর্ণ কাঠামো তৈরি করতে হবে।

২৪ ঘণ্টার মধ্যে সকল হল কমিটি ভেঙে না দিলে, একটি দুর্বার আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।