বাংলাদেশে কর্মরত বিদেশিদের অনলাইন আয়কর রিটার্ন থেকে অব্যাহতি

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১১ আগস্ট ২০২৫, ১১:২৬ পিএম
বাংলাদেশে কর্মরত বিদেশিদের অনলাইন আয়কর রিটার্ন থেকে অব্যাহতি

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের অনলাইন আয়কর রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নতুন এই শ্রেণি যুক্ত হওয়ার ফলে এখন মোট পাঁচটি শ্রেণি বাধ্যতামূলক ই-রিটার্ন দাখিলের আওতার বাইরে থাকলো।
অন্য চারটি শ্রেণি হলো— ৬৫ বছর বা তদূর্ধ্ব সিনিয়র নাগরিক, শারীরিকভাবে প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম করদাতা

(বৈধ সনদ প্রদর্শন সাপেক্ষে), বিদেশে বসবাসরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে রিটার্ন দাখিলকারী আইনগত প্রতিনিধি।

এই বিষয়ে সোমবার (১১ আগস্ট) এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের স্বাক্ষরিত একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ৩ আগস্ট সরকার সব ব্যক্তিগত করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।
এ সংক্রান্ত বিশেষ প্রজ্ঞাপন এনবিআর গত রবিবার জারি করে জানায়, ৪ আগস্ট থেকে এ আদেশ কার্যকর হবে।

তবে এনবিআর স্পষ্ট করেছে যে, অব্যাহতি পাওয়া ব্যক্তিরাও ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনে প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে, অব্যাহতিপ্রাপ্তদের বাইরে থাকা যে কোনো করদাতা ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারকে যথাযথ কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন।

প্রাসঙ্গিক অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে, এসব করদাতাকে কাগজে রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।