পর্যটক টানবে খাগড়াছড়ি, আশা সংশ্লিষ্টদের


ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিতে খাগড়াছড়িতে প্রচুর পর্যটকের সমাগম আশা করছেন পর্যটন ব্যবসা সংশ্লিষ্টরা। তাদের আশা, আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝরণাসহ বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে প্রতি বছরের মতো এবারও পর্যটকে মুখরিত হবে পর্যটনকেন্দ্রগুলো।
ঈদ উপলক্ষে টানা ছুটি থাকায় বাড়তি ব্যবসার আশা করছেন হোটেল-মোটেল ব্যবসায়ীরাও। পাহাড়, অরণ্য, ঝর্ণা দেখতে পাহাড়ে ছুটে যায় ভ্রমণপিপাসু মানুষ। সারা বছর পর্যটকের সমাগম থাকলেও ঈদকে কেন্দ্র করে সেই সংখ্যা আরও কয়েক গুণ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ উদ্দেশ্যের কথা মাথায় রেখে জেলার পর্যটনকেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছেন তারা।
পর্যটকদের প্রধান আর্কষণ আলুটিলাসহ অন্যান্য কেন্দ্রগুলো বাড়তি নিরাপত্তাব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় প্রতিটি পর্যটনকেন্দ্রে নিয়োজিত থাকবে ট্যুরিস্ট পুলিশ।
খাগড়াছড়ি পর্যটন মোটেলের ব্যবস্থাপক উত্তম কুমার মজুমদার বলেন, ‘এবার ঈদকে কেন্দ্র করে খাগড়াছড়িতে বিপুল পর্যটক আসবে। ইতোমধ্যে শহরের বেশিরভাগ হোটেল-মোটেল বুকিং হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবারের ঈদের বন্ধে ভালো ব্যবসা হবে বলে আশা করছি।’
ঈদুল ফিতরের ৯ দিনের ছুটিতে খাগড়াছড়ি ও সাজেকে এক থেকে দেড় লাখ পর্যটকের সমাগম আশা করা হচ্ছে বলে জানান তিনি।
খাগড়াছড়ি জেলা ট্যুরিস্ট পুলিশের জোন ইনচার্জ জাহিদুল করিম বলেন, পর্যটকদের নিরাপত্তা দিতে জেলা পুলিশের পাশাপাশি জেলা ট্যুরিস্ট পুলিশও কাজ করছে। পর্যটকদের বাড়তি নিরাপত্তার জন্য পর্যটনকেন্দ্রগুলোতে নিয়মিত টহল দিচ্ছে ট্যুরিস্ট পুলিশের ভ্রাম্যমান টিম। ইতোমধ্যে সবগুলো কেন্দ্রেই নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।