মেহেরপুরে ছাত্রলীগ নেতাকে পিটুনি দিয়ে পুলিশে দিলেন বিএনপি নেতা-কর্মীরা


২০২৩ সালে মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপি কার্যালয়, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার ছবি, সাইনবোর্ড ভাঙচুর ও জাতীয় পতাকা পোড়ানো মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা শাহরিয়ার রেজা প্রিন্সকে সংঘবদ্ধ পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাংনী উপজেলা শহরে বিএনপি কার্যালয়ের সামনে ঘোরাঘুরি করছিলেন শাহরিয়ার। সে সময় তাকে আটক করেন বিএনপি নেতা-কর্মীরা। পরে তাকে পিটুনি দিয়ে গাংনী থানা পুলিশে সোপর্দ করা হয়।
শাহরিয়ার রেজা প্রিন্স উপজেলা ছাত্রলীগের নেতা ও গাংনী উপজেলার মাইলমারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
বিএনপির দলীয় সূত্র জানায়, ২০২৩ সালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা অফিসে হামলা চালিয়ে সেখানে থাকা চেয়ারটেবিল, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর ও জাতীয় পতাকা পুড়িয়ে দেন। দীর্ঘ সময় পর সেই কার্যালয়ের সামনে থেকে তাকে শনাক্ত করেন বিএনপি নেতা-কর্মীরা। সঙ্গে সঙ্গে তারা একত্রিত হয়ে তাকে আটক করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, ‘বিএনপির অফিস ভাঙচুর ও ছবি পোড়ানোর মামলায় ছাত্রলীগের ওই নেতাকে আগামীকাল (বৃহস্পতিবার) চালান দেওয়া হবে।’