টানা ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত কমলগঞ্জ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩০ মার্চ ২০২৫, ১১:২১ এএম
টানা ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত কমলগঞ্জ

প্রকৃতির অপরুপ সৌন্দর্য্যের অপার লীলাভূমি চায়ের দেশ খ্যাত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। প্রতিবছরই ঈদের ছুটিতে হাজারো পর্যটকে মুখর হয়ে ওঠে এই পর্যটন নগরী। ঈদ উপলক্ষে টানা ছুটি থাকায় এবারও পর্যটকদের বরণ করতে যাবতীয় প্রস্তুতি নিয়েছে কমলগঞ্জ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে শুক্রবার (২৮ মার্চ)। দীর্ঘ ছুটি উপভোগ করার জন্য পরিবার নিয়ে সময় কাটাতে অনেকেই ছুটছেন দেশের পর্যটন স্থানগুলোতে।

সবুজে ঘেরা চা বাগান দেখতে প্রতি বছরই ঈদের ছুটিতে কমলগঞ্জে ভিড় জমান পর্যটকরা। এবারের চিত্রও তার ভিন্ন নয়। ঈদের ছুটিতে ঘুরে বেড়াতে অনেকেই বেছে নিয়েছেন কমলগঞ্জকে। মৌলভীবাজার জেলার সর্বাধিক পর্যটনকেন্দ্র রয়েছে এই উপজেলাতেই।

পর্যটনক্ষেত্রে অপার সম্ভাবনাময় এই উপজেলায় ২০টিরও বেশি পর্যটন কেন্দ্র রয়েছে। জীববৈচিত্র্যে ভরপুর কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, নয়নাভিরাম মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত, মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্যের বাহক ত্রিপুরা সীমান্তবর্তী বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি হামিদুর রহমান স্মৃতিসৌধ, পদ্মছড়া লেক, বণ্যপ্রাণীর অভয়ারণ্য রাজকান্দি বন, শমসেরনগর বিমানবন্দর, প্রাচীন ঐতিহ্যের বাহক লক্ষ্মীনারায়ণ দিঘি, ২০০ বছরের প্রচীন ছয়চিরি দিঘি, শমশেরনগর বাঘীছড়া লেক, সুইচভ্যালি, আলীনগর পদ্মলেক, মণিপুরী ললিতকলা একাডেমি, শমশেরনগর গলফ মাঠ, মাগুরছড়া পরিত্যক্ত গ্যাসফিল্ড, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি, ডবলছড়া খাসিয়া পুঞ্জি, অপরূপ শোভামণ্ডিত উঁচু-নিচু পাহাড়বেষ্টিত সারিবদ্ধ চা বাগানসহ বাংলাদেশের বৃহত্তম নৃ-গোষ্ঠী মণিপুরী সম্প্রদায়ের নিরাপদ আবাসস্থল এ উপজেলা।

এছাড়া প্রকৃতির পূজারী খাসিয়া নৃ-গোষ্ঠীসহ গারো, সাঁওতাল, মুসলিম মণিপুরী, টিপরা ও গারোদেরও আবাস রয়েছে এই উপজেলায়। লেক আর পাহাড়ের মিতালি, সঙ্গে ঝর্ণা—কমলগঞ্জের এসব প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতি বছর বিভিন্ন ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজার হাজার পর্যটক। শিল্পকলা-সমৃদ্ধ মণিপুরীসহ ক্ষুদ্র জাতিসত্ত্বার জীবনধারা ও সংস্কৃতিসহ প্রাকৃতিক সম্পদে ভরা এই জনপদ যেকোনো পর্যটকের মন কেড়ে নেবে। তাই ঈদুল ফিতরের ছুটি সামনে রেখেই সব প্রস্তুতি সেরে রেখেছে পর্যটন স্পটগুলো।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, ঈদের ছুটিতে পর্যটকদের ভ্রমণ নিবিঘ্ন করতে আমাদের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে আমরা ডিউটি ও তদারকি করব। ট্যুরিস্ট পুলিশ সব সময় সতর্ক অবস্থানে থাকবে।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ঈদুল ফিতরের টানা ছুটিতে পর্যটকদের নিরাপত্তায় পর্যটন পুলিশের পাশাপাশি থানা পুলিশেরও বিশেষ নজরদারি থাকবে।