এসিই রুম হিটারের কাজ করবে, জানুন পদ্ধতি
শুধু গরমে স্বস্তি পেতে নয় বর্ষায় ঘরের আর্দ্রতা ঠিক রাখতে এসি ব্যবহার করেন সবাই। শীত প্রায় দোর গোড়ায়। শীত পড়ার সঙ্গে সঙ্গে এসি সবারই বন্ধ থাকে। তবে আপনি চাইলে শীতে এসিটিকে রুম হিটার হিসেবে ব্যবহার করতে পারেন।
অনেকে ঠান্ডা রুখতে কিনে থাকেন রুম হিটার। তবে সঠিক পদ্ধতি জানলে এসিকেই বানিয়ে ফেলা যেতে পারে রুম হিটার। কেবল গরমেই নয়, ঠান্ডাতেও দিব্যি কাজে লাগানো যেতে পারে এসিকে।
কীভাবে এসিকে বদলে ফেলা যাবে রুম হিটারকে? এসিকে কাজে লাগিয়ে দিব্যি বাড়িয়ে ফেলতে পারবেন ঘরের ভেতরের তাপমাত্রা। জেনে নিন পদ্ধতি।
বেশ কয়েকটি এয়ার কন্ডিশানার রয়েছে যা ঘর শীতল করার পাশাপাশি ঘর গরমও করতে পারে। তবে এগুলোকে সঠিকভাবে চালাতে জানতে হবে।
এই প্রযুক্তি বিপরীত চক্রের উপর ভিত্তি করে। যখন আমরা এয়ার কন্ডিশনারকে কুলিং মোডে সেট করি, তখন এটি ঘরের তাপ শোষণ করে এবং ভেতরে ঠান্ডা বাতাস ছেড়ে দেয়।
যখন আমরা এটিকে হিটিং মোডে সেট করি, তখন এই প্রক্রিয়াটি বিপরীত হয়ে যায়। এটি ঘর থেকে বাতাস শুষে নেয়, এতে তাপ যোগ করে এবং তারপরে ঘরে গরম বাতাস ছেড়ে দেয়।
রিমোট থেকে হট মোড চালু করতে হবে। এরপর তা থেকে গরম বাতাস বের হতে শুরু করবে। তবে সাধারণ এসির তুলনায় এই এসি কিছুটা ব্যয়বহুল।
সূত্র: নিউজ১৮