যেসব ভুল করবেন না পাহাড়ে বাইক নিয়ে গেলে
শখের বাইকটিকে নিয়ে যেখানে খুশি ছুটে যাচ্ছেন। অফিসের ছুটিতে বাইকটিকে সঙ্গী করে পাহাড়ে কিংবা সমুদ্র দর্শনে যাচ্ছেন। তবে যারা বাইক নিয়ে পাহাড়ে যাচ্ছেন বিশেষ সতর্কতা প্রয়োজন। সেই সঙ্গে বেশ কিছু অভিজ্ঞতা থাকা প্রয়োজন বাইক চালানোর ক্ষেত্রে।
তবে অভিজ্ঞতা থাকলেও বেশ কিছু ভুল অনেক বাইকাররা করে ফেলে পাহাড়ে বাইক চালানোর আগে। জেনে রাখুন কোন ভুলগুলো এড়িয়ে চলবেন-
>> আপনার বাইক পাহাড়ি রাস্তার জন্য উপযুক্ত কি না তা প্রথমেই নিশ্চিত হোন। পাহাড়ি রাস্তায় চালানোর জন্য উপযুক্ত বাইক ব্যবহার করুন। অফ-রোড বা অ্যাডভেঞ্চার বাইক এ ধরনের রাস্তায় ভালো পারফর্ম করে। টায়ার গ্রিপ ভালো থাকতে হবে, বিশেষত ডুয়াল-পারপাস টায়ার।
>> অনেক সময় রাইডে যাওয়ার আগের মুহূর্তে বাইকের চেন লিউব করেন, সেক্ষেত্রে চেনের মধ্যে লিউব ঠিকঠাক যেতে পারে না, সেই কারণে রাইডে যাওয়ার একদিন আগে চেইন সঠিকভাবে পরিষ্কার করে লিউব দেওয়া অত্যন্ত জরুরি।
>> পাহাড়ে বাইক চালানোর সময় যখন আপনি বিশ্রাম নেবেন সেই সময় ভালো করে পরীক্ষা করে নেন বাইকে লাগানো আপনার সব ব্যাগ সঠিকভাবে বাঁধা রয়েছে কি না। না হলে বাইক চালানোর ক্ষেত্রে বিপদের সম্ভাবনা থাকে।
>> নেতিবাচক চিন্তাভাবনা একদম মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। ফুরফুরে মেজাজে থাকুন। কোনো দুশ্চিন্তা
করা যাবে না এমন রাস্তায়। সব সময় আপনার মনোযোগ রাস্তার দিকেই রাখুন। বাঁক নেওয়ার সময় গতি কমান। পাহাড়ি রাস্তায় বাঁকগুলো বেশ বিপজ্জনক হতে পারে। রাস্তার অবস্থা (কাদা, পাথর, গর্ত) খেয়াল করুন। দুই দিক থেকেই গাড়ি আসার সম্ভাবনা মাথায় রাখুন।
>> ব্রেক সিস্টেম ভালোভাবে পরীক্ষা করুন। ক্লাচ এবং গিয়ার ঠিকঠাক কাজ করছে কি না তা নিশ্চিত করুন। হেডলাইট, টেললাইট, এবং সিগন্যাল লাইট ঠিক আছে কিনা পরীক্ষা করুন। বাইকের ফুয়েল ট্যাংক পূর্ণ রাখুন এবং জরুরি যন্ত্রপাতি রাখুন (যেমন, টুলকিট, অতিরিক্ত টিউব, পাম্প)।
>> ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করুন। হেলমেট বাধ্যতামূলক। গ্লাভস, জ্যাকেট, হাঁটু এবং কনুই গার্ড ব্যবহার করুন। রোদ, ঠান্ডা বা বৃষ্টির জন্য সঠিক পোশাক নিন।
>> গতি এবং ব্রেক ব্যবহার করুন। খুব দ্রুত গতিতে বাইক চালাবেন না। ডাউনহিলে গতি কমাতে ইঞ্জিন ব্রেক ব্যবহার করুন। শুধু হ্যান্ড ব্রেক ব্যবহার করলে এটি গরম হয়ে কার্যকারিতা হারাতে পারে।
>> আবহাওয়ার পূর্বাভাস দেখুন। বৃষ্টি বা কুয়াশায় রাস্তা পিচ্ছিল হতে পারে। হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হলে প্রস্তুতি নিন।
>> জরুরি যোগাযোগের জন্য স্থানীয় রাস্তার মানচিত্র এবং জরুরি যোগাযোগ নম্বর সঙ্গে রাখুন। মোবাইল ফোন ফুল চার্জে রাখুন এবং সম্ভব হলে একটি পাওয়ার ব্যাংক সঙ্গে নিন। একা যাওয়ার চেয়ে অভিজ্ঞ গাইড বা সঙ্গী নিয়ে যাওয়া নিরাপদ।
সূত্র: ডায়নামিক সাইকেলিং অ্যাডভেঞ্চার