আলোচনা চলা অবস্থায় ইসলামি দলগুলোর কর্মসূচি ‘অহেতুক চাপ সৃষ্টি’: মির্জা ফখরুল

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
আলোচনা চলা অবস্থায় ইসলামি দলগুলোর কর্মসূচি ‘অহেতুক চাপ সৃষ্টি’: মির্জা ফখরুল
ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতসহ ইসলামীদলগুলোর কর্মসূচির কোনো প্রয়োজন ছিল না। আলোচনা চলছিল, এ অবস্থায় এ ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে একটা অহেতুক চাপ সৃষ্টি করা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, এভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে? আমার প্রশ্ন। বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এ ব্যাপারে কোনো সন্দেহ নাইবিএনপি এখন পর্যন্তআগস্ট থেকে কোনো ইস্যুতে রাজপথে নামেনি, আলোচনার মধ্যদিয়েই সব সমস্যার সমাধানের করতে চাওয়া হচ্ছেআমার বিশ্বাস এগুলো আলোচনার মাধ্যমেই শেষ হবে

বিএনপি বারবার বলেছে, পিআরের ব্যাপারে পরিস্কার বার্তা, সেটা হলো- বিএনপি পিআরের পক্ষে নয়। বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নাই। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে, অনেক বিষয়গুলো নিয়ে বিএনপি একমত হয়েছে, সে বিষয়গুলো সামনে আনলে হয়। একটা বিষয় পরিস্কার যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন। জনগণের সমর্থনে নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসে, সেই পার্লামেন্ট সংবিধান পরিবর্তন, সংশোধনী করতে পারবে, সেখানেই সেটা সম্ভব।

১৪ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে ফখরুল বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিএনপি নয়।

বিএনপি মহাসচিব বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এখনও কথা হয়নি জাতিসংঘ সফর নিয়ে। সেখানে কী ভূমিকা হবে জানি না, কথা হয়নি এখনও। তবে দেশের সম্পর্ক ও গণতন্ত্র উত্তরণ নিয়ে কথা হবে, উন্নয়নের বিষয়ে প্রাধান্য পাবে।

দেশের সমস্যা সমাধানে উদ্যোগ নিজেদেরই নিতে হবে, সেটা সবার সমন্বিত প্রচেষ্টায় রাজনীতিকদের নিতে হবে। বাংলাদেশের সিদ্ধান্তগুলো আগেও দেশের মানুষ নিয়েছে এবারও নিবে তাদের সিদ্ধান্ত। বাইরের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন।