হোয়াটসঅ্যাপকে ২১৩.১৪ কোটি রুপি জরিমানা করলো ভারত

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১৯ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম
হোয়াটসঅ্যাপকে ২১৩.১৪ কোটি রুপি জরিমানা করলো ভারত

গোপনীয়তা সম্পর্কিত নীতিমালা লঙ্ঘনের দায়ে হোয়াটসঅ্যাপকে ২১৩.১৪ কোটি রুপি জরিমানা করেছে ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই)।

সোমবার প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।

একইসঙ্গে পাঁচ বছরের জন্য মেসেজিং অ্যাপটিকে বিজ্ঞাপনের উদ্দেশ্যে অন্যান্য মেটা ইউনিটের সঙ্গে ব্যবহারকারীদের ডেটা শেয়ার করা বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

২০২১ সালে অভিযোগ ওঠার পর ওই বছরই এ বিষয়ে তদন্ত শুরু করে সিসিআই। অনুন্ধানে দেখা গেছে, ‘টেক ইট অর লিভ ইট’ গোপনীয়তা আপডেটে ব্যবহারকারীদের অস্বীকৃতি জানানোর কোনো সুযোগ না রেখেই ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে এই নীতি গ্রহণ করতে তাদের বাধ্য করে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের সংগৃহীত ব্যবহারকারীদের ডেটা মেটার অন্যান্য সংস্থার সঙ্গে ভাগ করে নেওয়ার ফলে প্রতিদ্বন্দ্বীদের জন্য বাধা তৈরি হয়েছে। ভারতে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৪৫ কোটিরও বেশি।