আটাব এবং বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর মধ্যে চুক্তি স্বাক্ষর

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২১ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ পিএম
আটাব এবং বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর মধ্যে চুক্তি স্বাক্ষর

দ্বিপক্ষীয় পর্যটনের প্রচার, বাণিজ্য, প্রতিনিধিদলের আদান-প্রদান সহজ করার লক্ষ্যে এবং উভয় দেশের ভ্রমণকারী, প্রশিক্ষণ আদান- প্রদানের জন্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিজ অব বাংলাদেশ- আটাব এবং বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে উভয় দেশের পর্যটন বিকাশে সক্ষমতা বৃদ্ধি করবে। আটাব -এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি আবদুস সালাম আরেফ।

অনুষ্ঠানে আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ, সহ-সভাপতি আবু জাফরসহ আটাবের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।