আইফোনকে টেক্কা দিতে পারে বাজারের যে ৩ স্মার্টফোন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম
আইফোনকে টেক্কা দিতে পারে বাজারের যে ৩ স্মার্টফোন

কিছুদিন আগেই সবচেয়ে বেশি উন্মাদনা যে স্মার্টফোন নিয়ে সেই আইফোনের নতুন সিরিজ লঞ্চ হয়েছে। অ্যাপল এবার আইফোন ১৭ সিরিজের চারটি মডেল বাজারে এনেছে। আইফোন ১৭ , আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন ১৭ এয়ার।

এবার সবার আগ্রহ ছিল আইফোন ১৭ এয়ার নিয়ে। বাঙালি শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে মঞ্চে এসে কোম্পানির এখন পর্যন্ত সবচেয়ে পাতলা এবং হালকা স্মার্টফোন আইফোন এয়ার লঞ্চ করেছেন। তিনিই ফোনটি ডিজাইন করেছেন, অনেকেই এর প্রশংসায় পঞ্চমুখ।

তবে আইফোন ১৭-কে টেক্কা দিতে পারে বাজারে এমন বেশ কয়েকটি স্মার্টফোন রয়েছে। যেগুলো কোনো অংশেই আইফোনের চেয়ে কম নয়। বরং আরও বেশি ফিচার এবং সুবিধা রয়েছে। এমনকি জনপ্রিয়তার দিক থেকেও এগিয়ে রয়েছে।

স্যামসাং

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা-তে রয়েছে ২০০এমপি প্রাইমারি সেন্সর এবং ৫x পেরিস্কোপ টেলিফটো লেন্স। এতে রয়েছে ৬.৯-ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২X ডিসপ্লে এবং এটি স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা চালিত। এস পেন এবং স্যামসাংয়ের এআই-চালিত সফটওয়্যার ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করে। এটিতে ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

গুগল পিক্সেল

স্মার্টফোন দুনিয়ায় আরেকটি জনপ্রিয় স্মার্টফোন হচ্ছে গুগল পিক্সেল। পিক্সেল ১০ প্রো এক্সএল-এ রয়েছে ৬.৮-ইঞ্চি সুপার অ্যাকচুয়া এলটিপিও ওএলইডি ডিসপ্লে যার রেজোলিউশন ৩কে। এটিতে নতুন টেনসর জি৫ চিপসেট ব্যবহার করা হয়েছে, ১৬জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। পিক্সেল ১০ প্রো এক্সএল-এ রয়েছে ৫০এমপি ট্রিপল ক্যামেরা সিস্টেম। সামনের দিকে প্রো মডেলগুলোতে রয়েছে ৪২এমপি সেলফি ক্যামেরা।

ভিভো

ভিভো এক্স২০০ প্রো-ও এই দিক থেকে একটি ভালো বিকল্প। এতে রয়েছে ৬.৭৮-ইঞ্চি অ্যামোলেড ১২০হার্জ ডিসপ্লে, একটি মিডিয়াটেক ডিমিনস্টি ৯৪০০ চিপসেট এবং ১৬জিবি পর্যন্ত র্যাম। ফোনটিতে একটি ২০০এমপি জিস ক্যামেরা সিস্টেম রয়েছে, যা প্রো-গ্রেড ফটোগ্রাফি প্রদান করে। এটি অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক ফানটাচ ওএস-এ চলে।