একসঙ্গে বদলানো যাবে ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপের প্রোফাইল

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩১ জুলাই ২০২৫, ১২:১৩ পিএম
একসঙ্গে বদলানো যাবে ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপের প্রোফাইল
ছবি : সংগৃহীত

মেটা হোয়াটসঅ্যাপের জন্য আনছে নতুন ফিচার। এই নতুন সিঙ্ক ফিচারটি সেসব ব্যবহারকারীদের জন্য কার্যকর হবে যারা মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের প্রোফাইল ছবি সিঙ্ক রাখতে চান।

হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনে তাদের প্ল্যাটফর্মে। হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই এই আপডেট করে থাকে তারা। নিরাপত্তা ফিচার থেকে এআই সব দিকেই নজর রাখছে হোয়াটসঅ্যাপ।

এবার আরও একটি নতুন ফিচার আনার প্রস্তুতি নিচ্ছে। যার সাহায্যে যে কেউ সরাসরি ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে তার প্রোফাইল ছবি ইম্পোর্ট করতে পারবেন। যখন কেউ নিজের হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি পরিবর্তন করতে যেতেন বা ডিপির অপশন এডিট করতে চাইতেন, তখন এত দিন শুধু গ্যালারি থেকে ছবি নির্বাচন করতে পারতেন। এজন্য ব্যবহারকারীদের গ্যালারি থেকে কোনো ইমেজ বা ক্যামেরার সাহায্যে একটি নতুন ছবি ক্লিক করে আপলোড করতে হত।

এছাড়াও ব্যবহারকারী কোনো ইমেজ বা অবতার যোগ করে বা এআই জেনারেটেড ছবি ব্যবহার করতে পারতেন। কিন্তু এবার ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে ছবি ইম্পোর্ট করার অপশনও পাবেন। এর ফলে যারা একই ছবি বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করতে চান তারা এই ছবি ইম্পোর্ট করার সুবিধাটি পারবেন।

নতুন ফিচারটি ব্যবহার করার জন্য প্রথমে মেটা অ্যাকাউন্টস সেন্টারে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে। মেটা এই বছরের শুরুতে অ্যাকাউন্টস সেন্টারে হোয়াটসঅ্যাপকেও যুক্ত করার অপশন দিয়েছে।

মেটা এরই মধ্যে বেশ কয়েকটি ফিচার চালু করেছে যা ফেসবুক এবং ইনস্টাগ্রামের মধ্যে ইন্টিগ্রেশন উন্নত করেছে। যেমন, এখন যে কেউ সরাসরি হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম স্ট্যাটাস শেয়ার করতে পারেন এবং বিজনেস অ্যাকাউন্টগুলোও তাদের ইন্সটাগ্রাম প্রোফাইলে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারবেন, যাতে গ্রাহকরা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফোর প্রতিবেদন অনুসারে, নতুন এই ফিচারটি অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপ বিটাতে দেখা গেছে। কিছু বিটা পরীক্ষক এই আপডেটটি পেতে শুরু করেছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি সব ব্যবহারকারীরাই পাবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া