প্রিয় পোষ্যর মানুষ রূপ কেমন হতো তা জানাচ্ছে চ্যাটজিপিটি


এআই-এর নতুন একটি টুল জিবলি নিয়ে মানুষের মাতামাতি চোখে পরার মতো ছিল সোশ্যাল মিডিয়ায়। এআইয়ের বিশেষ এই টুলটি একটি বিশেষ অ্যানিমেশন টুল।
স্টুডিও ঘিবলি ইনকর্পোরেশন হলো জাপানের টোকিওতে অবস্থিত একটি অ্যানিমেনশন স্টুডিও। অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে কোম্পানিটির তৈরি করা অ্যানিমেগুলোর বিপুল খ্যাতি ও জনপ্রিয়তা আছে।
চ্যাটবট এআই চ্যাটজিপিটি এমন একটি ফিচার লঞ্চ করেছে, যা বিভিন্ন রকমের ছবিকে অ্যানিমি ছবি তৈরি করে দিয়েছে জিবলি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এবার জিবলির দিন শেষ নতুন এআই টুল আনছে চ্যাটজিপিটি।
মানুষের আসলে চাহিদার শেষ নেই। ব্যবহারকারীরা নিজেদের আদরের পোষ্য মানুষ হলে তাকে ঠিক কেমন দেখতে হত, সেটাই দেখতে চাইছেন। সেই কারণে এবার তারা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারস্থ হচ্ছেন। অনেকেই নিজেদের কুকুর কিংবা বিড়ালের মতো আদুরে পোষ্যের ছবি দিয়ে চ্যাটজিপিটি এবং এআইকে বলছেন যে, তাদের হিউম্যানাইজ করে দিতে।
বর্তমানে রেডিট, এক্স এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মেও এই ট্রেন্ড জনপ্রিয়তা লাভ করেছে। নেটিজেনরা নিজেদের প্রিয় পোষ্যদের ছবি এবং তাদের মনুষ্য অবতারের ছবি আবার পাশাপাশি রেখে পোস্টও করেছেন। কিন্তু কীভাবে এমনটা করা যায়, সেটাই আজকের প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক।
নিজের প্রিয় পোষ্যের ছবি মনুষ্য অবতারে রূপান্তরিত কীভাবে করবেন দেখে নিন-
১. চ্যাটজিপিটির চ্যাট উইন্ডোয় নিজের আদরের পোষ্যের ছবি আপলোড করতে হবে প্রথমেই।
২. এবার চ্যাটজিপিটিকে পোষ্যের মনুষ্য অবতারের ছবি তৈরি করার নির্দেশ দিতে হবে। উদাহরণ হিসেবে বলা যায় যে, ‘ক্যান ইউ ক্রিয়েট অ্যান ইমেজ অব দিজ ডগ অ্যাস অ্যা হিউম্যান?’, অথবা লিখতে পারেন ‘ক্যান ইউ রিইমেজ দিজ ফটো অব অ্যা চাত অ্যাস অ্যা হিউম্যান’।
৩. এখানে চ্যাটজিপিটিব্যবহারকারীর কাছে কয়েকটি ফলো-আপ প্রশ্ন করতে পারে। যেমন-পোষ্যের মনুষ্য অবতার পুরুষ, নাকি নারী হবে। বয়স কত, শিশু, নাকি টিনএজার, প্রাপ্তবয়স্ক নাকি বয়স্ক। শুধু তাই নয়, স্টাইল এবং ব্যক্তিত্ব কেমন হবে, সেটাও জানতে চায় চ্যাটজিপিটি।
৪. এই সব প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ ব্যবহারকারীর প্রিয় পোষ্যের মনুষ্য অবতারের চরিত্রটি ঠিক কেমন হবে, সেই বিষয়ে তথ্য প্রদান করতে হবে।
৫. নিজের সব জবাব দেওয়ার পর প্রয়োজন হলে আরও তথ্য দিতে হবে। তারপর আদরের পোষ্যের মনুষ্য অবতারের ছবি হাতে পাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া