১০০ ফুট লম্বা, বিশ্বের সবচেয়ে দৈর্ঘ্যের গাড়ি

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ এএম
১০০ ফুট লম্বা, বিশ্বের সবচেয়ে দৈর্ঘ্যের গাড়ি
ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে লম্বা এই গাড়ি। যার দৈর্ঘ্য ১০০ ফুট। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লিখিয়েছে এই গাড়ি। এই গাড়ির রয়েছে ৭৫ জনেরও বেশি বসার জায়গা, ২৬টি চাকা।

এই সুপার লিমো বানিয়েছেন এক মার্কিন ব্যক্তি। কার কাস্টমাইজার জে ওহরবার্গ নামের এই ব্যক্তি অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন। বিশ্বের দীর্ঘতম গাড়ি তৈরি করে ফেলেছেন তিনি।

এই সুপার লিমোর নাম দেওয়া হয়েছে ‘দ্য আমেরিকান ড্রিম’। কী নেই এই গাড়ির ভেতর! এতে রয়েছে ২৬টি চাকা, দুটো দুরন্ত ভি৮ ইঞ্জিন যা সামনে ও পেছনে বসানো রয়েছে।

এই গাড়ির ভেতরেই রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাড, ছোট গলফ মাঠ, ফ্রিজ, টেলিফোনের সুবিধা, আর সবচেয়ে বড় কথা এই গাড়িতে বসতে পারেন ৭৫ জনেরও বেশি মানুষ।

১৯৮৬ সালে তৈরি হয়েছিল এই দুর্লভ ও বিরল গাড়ি। মূলত ১৯৭৬ সালের ক্যাডিল্যাক এলডোরাডোর মডেলের উপর ভিত্তি করে এটি নির্মিত হয়েছে। ৩৬ বছর পরে সেটিকে আবার পুনর্নির্মাণ করা হয়েছে। সব খাত মিলিয়ে এর জন্য খরচ হয়েছে ২ লাখ ৫০ হাজার ডলার।

১৯৮৬ সালে প্রথম যখন এটি বানানো হয় তখন এর দৈর্ঘ্য ছিল ৬০ ফুট যা এখন বাড়িয়ে করা হয়েছে ১০০ ফুট। বর্তমানে এই গাড়িটি ফ্লোরিডার অরল্যান্ডোতে ডেজারল্যান্ড পার্ক মিউজিয়ামে প্রদর্শনীতে রাখা রয়েছে এই সুপার লিমো ‘দ্য আমেরিকান ড্রিম’।

সূত্র: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড