টাইব্রেকারে অ্যাতলেতিকোকে বিদায় করে কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ


মাদ্রিদ ডার্বি কতটা ভালো হলে দর্শকের মন ভরবে? কতটা ভালো হলে এই একটি ম্যাচের রেশ ভক্তদের হৃদয়ে থেকে যাবে অনেক দিন? বুধবার রাতে মেট্রোপলিটানো স্টেডিয়ামে মাদ্রিদের দুই জায়ান্ট ক্লাবের মধ্যে তেমনই একটি ম্যাচ অনুষ্ঠিত হলো।
বিজয়ী দল নির্ধারণ করতে না পারায়, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে অ্যাতলেতিকোকে মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেলো রিয়াল মাদ্রিদ।
নির্ধারিত সময়ে ১-০ গোলে জয়ী দল ছিল অ্যাতলেতিকো মাদ্রিদ। তবে, প্রথম লেগে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছিলো ২-১ গোলে। যার ফলে দুই লেগ মিলে দুই দল ২-২ গোলে সমতায় থেকে যায়। অতিরিক্ত আরও ৩০ মিনিট খেলা হলেও সেখানে কেউ গোল করতে পারেনি।
শেষে টাইব্রেকারে নিষ্পত্তি হলো বিজয়ী দল, যারা খেলবে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে।
টাইব্রেকারে তৈরি হয়েছিল নাটকীয়তা, কিছুটা বিতর্কও। আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভরেজের টাইব্রেকারে নেয়া শট এবং গোল বাতিল করে দেন রেফারি। শেষ পর্যন্ত আন্তোনিও রুডিগারের স্পট কিক অ্যাতলেতিকোর জালে জড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিজয়ের আনন্দে মেতে ওঠে রিয়াল ফুটবলাররা।