টস জিতে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৯ মার্চ ২০২৫, ০২:৪৭ পিএম

ছবি : সংগৃহীত
এক সপ্তাহ আগেই আবুধাবির ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ইন্ডিয়ার কাছে হেরেছিলো নিউজিল্যান্ড। টস জিতে ইন্ডিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কিউই অধিনায়ক মিচেল সান্তনার। ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপের মুখে ৯ উইকেটে ২৪৯ রান করতে সক্ষম হয় ইন্ডিয়া। পেসার ম্যাট হেনরি নেন ৫ উইকেট।
জবাব দিতে নেমে বরুন চক্রবর্তির ৫ উইকেটে ভর করে নিউজিল্যান্ডকে ২০৫ রানে অলআউট করে দেয় ইন্ডিয়া। ৪৪ রানে হেরে যায় নিউজিল্যান্ড।
কিন্তু সেই একই মাঠে টস জিতে আজ আর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেননি সিউজিল্যান্ড অধিনায়ক মিচেল সান্তনার। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি। বোলিং করতে হবে ইন্ডিয়াকে।