একুশে পদকজয়ী নারী ফুটবলারদের অভিনন্দন জানালো বাফুফে

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৯ পিএম
একুশে পদকজয়ী নারী ফুটবলারদের অভিনন্দন জানালো বাফুফে
ছবি : সংগৃহীত

দেশের নারী ফুটবলে চলছে নানা অস্থিরতা। সম্প্রতি কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন নারী ফুটবল দলের সদস্যরা। এ নিয়ে চলছে নানা সমালোচনা। এমন অবস্থার মধ্যেই গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) খবর আসে, টানা দ্বিতীয়বার সাফ জেতায় নারী ফুটবল দল পাচ্ছে একুশে পদক।

সব সমালোচনা ছাপিয়ে বর্তমানে নারী ফুটবলের সবচেয়ে বড় খবর এটিই। খবরটি পাওয়ার এক দিন পর শনিবার (৮ ফেব্রুয়ারি) নারী ফুটবলারদের আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর আগে বসুন্ধরা কিংস তাদের ফেসবুক পেজ থেকে নারী দলকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছে।

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে একুশে পদক। দেশের খেলাধুলায় প্রথম দল হিসেবে এই পুরস্কার পেয়েছেন সাফজয়ী নারী ফুটবলাররা। গত বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় এই পুরস্কার ঘোষণা করে।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে অনেকেই। তবে অভিনন্দন না জানানোয় তীব্র সমালোচনার মুখে পড়েছিল ফুটবল ফেডারেশন। অবশেষে শনিবার নারী ফুটবলারদের অভিনন্দন জানিয়েছে বাফুফে।