ফ্রান্স কোচের চাকরি ছাড়বেন দেশম, এরপর জিদান!
ফুটবলার এবং কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের বিরল কৃতিত্ব যে তিনজনের, তার মধ্যে একজন হলেন দিদিয়ের দেশম। অন্য দু’জন ব্রাজিলের মারিও জাগালো এবং জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ফ্রান্সের বর্তমান কোচ দেশম। ১৯৯৮ সালে ফুটবলার হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন। এরপর ২০১৮ সালে কোচ হিসেবে জিতিয়েছিলেন বিশ্বসেরার ট্রফি।
২০১২ সালে লরা ব্লাঁর পর ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব নেন দিদিয়ের দেশম। সেই থেকে এক যুগেরও বেশি সময় ধরে ফরাসীদের কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন দেশম। এর মধ্যে ২০১৮ সালে বিশ্বকাপ জয় করেছেন তিনি। ২০২২ বিশ্বকাপে ফ্রান্সকে তুলেছিলেন ফাইনালে। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে ফ্রান্স ফুটবল ফেডারেশনের চুক্তি রয়েছে।
দিদিয়ের দেশম ফ্রান্সের কোচ হিসেবে আর দায়িত্ব পালন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। ২০২৬ বিশ্বকাপ পর্যন্তই দায়িত্ব পালন করবেন। বিশ্বকাপের পর আর তিনি ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন না। ফরাসি ফুটবলের প্রধান ফিলিপে দিয়ালো গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
টিএফওয়ানকে দেয়া সাক্ষাৎকারে দেশম বলেন, ‘২০২৬ সালই কোচ হিসেবে দায়িত্ব পালনের শেষ আমার। আমার পক্ষ থেকে এটা পুরোপুরি পরিস্কার। আমি আমার সময় শেষ করে দিয়েছি। তবে ২০২৬ সালেও আমার একই ইচ্ছা এবং স্বপ্ন রয়েছে। ফ্রান্সকে আগের দুই বিশ্বকাপের মতোই সবার শীর্ষে রাখার সর্বোচ্চ চেষ্টা করবো।’
দেশম চুক্তি না বাড়ানোর ঘোষণা দেয়ার পর এখই জ্বল্পনা শুরু হয়েছে, এরপর ফ্রান্সের কোচ হবেন কে? আলোচনা সবার আগেই নাম রয়েছে দেশমের সতীর্থ জিনেদিন জিদানের। ৫২ বছর বয়সী জিদান অনেক আগে থেকেই স্বপ্ন দেখছেন, ফ্রান্সের কোচ হবেন। দেশমের দায়িত্ব ছাড়ার ঘোষণায় তাকেই পরবর্তী কোচ হিসেবে সবচেয়ে ফেবারিট ধরা হচ্ছে।