তাসকিনকে সাবধানে খেলার পরিকল্পনা ছিল উসমানের

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৩ জানুয়ারি ২০২৫, ১০:৫৯ পিএম
তাসকিনকে সাবধানে খেলার পরিকল্পনা ছিল উসমানের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসরে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লিখিয়েছেন চট্টগ্রাম কিংসের ওপেনার পাকিস্তানী উসমান খান। বিপিএলের সপ্তম ম্যাচে আজ দুর্বার রাজশাহীর বিপক্ষে ৬২ বলে ১২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন উসমান। ম্যাচ শেষে উসমান জানান, ফর্মের তুঙ্গে থাকা রাজশাহী দলের সেরা পেসার তাসকিন আহমেদকে সাবধানে খেলাই দলের মূল লক্ষ্য ছিলো।

গতকালই ঢাকা ক্যাপিটালের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নেন রাজশাহীর তাসকিন। বিপিএল ইতিহাসে প্রথম বোলার হিসেবে ইনিংসে ৭ উইকেট নেন তাসকিন। তার রেকর্ড বোলিংয়ে ৭ উইকেটে জয় পায় রাজশাহী।

আজ ইনিংসের দ্বিতীয় বলে চট্টগ্রামের ওপেনার পারভেজ হোসেন ইমনকে শূন্যতে ফিরিয়ে দেন তাসকিন। এরপর ইংল্যান্ডের গ্রাহাম ক্লার্ককে নিয়ে ৬৩ বলে ১২০ রানের দারুণ জুটি গড়েন উসমান। ক্লার্ক ৪০ রানে আউট হলেও ৪৮ বলে এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি তুলে নেন উসমান।

তাসকিন যখন দ্বিতীয় স্পেলে বল হাতে আক্রমণে আসেন ততক্ষণে নিজের সেঞ্চুরি ও দলের রান ২শ পার করেন উসমান। শেষ পর্যন্ত তাসকিনেরই শিকার হন উসমান। ইনিংসে ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন তাসকিন।

উসমানের সেঞ্চুরিতে ৫ উইকেটে ২১৯ রান করে চট্টগ্রাম। এরপর রাজশাহীকে ১১৪ রানে গুড়িয়ে দিয়ে ১০৫ রানের জয় পায় চট্টগ্রাম। রান বিবেচনায় যা বিপিএল ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় বড় জয়।

ম্যাচ শেষে নিজের সেঞ্চুরি নিয়ে উসমান বলেন, ‘প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি উপভোগ করেছি. উইকেট ভালো ছিল। ভেবেছিলাম লম্বা একটা ইনিংস খেলবো। আমি তেমন চেষ্টাই করেছি।’

তাসকিনকে নিয়ে দলের পরিকল্পনা ছিলো বলে জানান উসমান, ‘তাসকিন ভাল বোলার, এজন্য আমাদের পরিকল্পনা ছিল সাবধানে খেলা। প্রথম দুই ওভার ভালো করেছিল সে। এরপর যখন ব্যাটে-বলে লাগতে শুরু করলো, লম্বা ইনিংস খেলার পরিকল্পনা করেছি। তাই আল্লাহর কাছে শুকরিয়া।’

এই নিয়ে বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি করেছেন উসমান। গত মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৮ বলে ১০৩ রান করেছিলেন উসমান।

চট্টগ্রাম ফ্রাঞ্চাইজির প্রশংসা করতে গিয়ে উসমান বলেন, ‘আমরা অনেক মজা করছি। আমি এখানে আগেও খেলেছি (চট্টগ্রাম হলেও ভিন্ন মালিকের অধীনে)। ব্যবস্থাপনা খুব ভাল। তাই আমি এটি খুব উপভোগ করছি।’