বিপিএলে ‘টাইমড আউট’ নিয়ে নাটক

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ পিএম
বিপিএলে ‘টাইমড আউট’ নিয়ে নাটক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে আজ খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম কিংসের মধ্যকার ম্যাচে ‘টাইমড আউট’ নিয়ে নাটক হয়েছে।

চট্টগ্রাম কিংসের ইনিংসের সপ্তম ওভারে হায়দার আলী আউট হলে পরের ব্যাটার টম ও’কনেল ক্রিজে আসতে ৯০ সেকেন্ডের বেশি সময় নেন। প্রায় তিন মিনিট পর ক্রিজে আসেন ইংল্যান্ডের এই ক্রিকেটার।

এতে খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ টাইমড আউটের আবেদন করেন। এরপর নিজেদের মধ্যে আলোচনা করে ব্যাটার ও’কনেলকে নিয়ম অনুযায়ী আউট দেন মাঠের দুই আম্পায়ার তানভীর আহমেদ এবং রবীন্দ্র উইমলাসিরি।

আম্পায়ারের সিদ্ধান্তের পর ব্যাটার ও’কনেল যখন প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন, তখন তাকে ডাক দেন মিরাজ। প্রতিপক্ষের অধিনায়ক তার আগের সিদ্ধান্ত থেকে সরে আসার পর আম্পায়ারও তাকে খেলার অনুমতি দেন।

ক্রিজে আসার পর প্রথম বলেই আউট হন ও’কনেল। পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নাওয়াজের বলে মিড-উইকেটে মিরাজকে ক্যাচ দেন ও’কনেল।

এ ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২০৩ রানের বড় সংগ্রহ পায় খুলনা। জবাবে ১৮.৫ ওভারে ১৬৬ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। ৩৭ রানের জয়ে বিপিএল শুরু করে খুলনা।

বিশ্ব ক্রিকেট ইতিহাসে প্রথম ‘টাইমড আউট’-এর সাক্ষী ছিল বাংলাদেশ। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দিল্লিতে শ্রীলংকার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ ক্রিজে আসতে দেরি করায় তাকে ‘টাইমড আউট’ করেছিলো বাংলাদেশ। সতীর্থদের সাথে আলোচনার পর ম্যাথুজকে আউটের আবেদন করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নিয়ম অনুযায়ী বাংলাদেশের ‘টাইমড আউট’-এর আবেদনে সাড়া দেন আম্পায়াররা।

ম্যাথুজকে ‘টাইমড আউট’-এর পর অলোচনায় মেতে উঠে বিশ্ব ক্রিকেট।

নিয়ম অনুযায়ী আগের ব্যাটার আউট হবার পর নতুন ব্যাটারকে ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে ২ মিনিটের মধ্যে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন ব্যাটারকে ৯০ সেকেন্ডের মধ্যে ক্রিজে আসতে হবে।