প্রথম নারী পরিচালক পেতে যাচ্ছে বিসিবি


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন পেয়ে পরিচালক হন ইশফাক আহমেদ। আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করার কারণে পরেই এনএসসি তার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
এনএসসি সূত্রে জানা গেছে, ইশফাক আহমেদের মনোনয়ন বাতিল করা হবে। আজই (মঙ্গলবার) তার জায়গায় নতুন কাউকে পরিচালক মনোনীত করা হবে। দুপুর নাগাদ ঘোষণাও আসার কথা। বিসিবি সূত্রে জানা গেছে, এনএসসি থেকে একজন নারী বিসিবি পরিচালক হিসেবে মনোনয়ন পেতে যাচ্ছেন।
যার অর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমবার নারী পরিচালক পেতে যাচ্ছে। এর আগে বিসিবির পরিচালনা পর্ষদে কোন নারী ছিলেন না। এমনকি এবারের নির্বাচনে সাবেক ক্রিকেটার কোটায় ১০জনকে বিসিবির পক্ষ থেকে কাউন্সিলর মনোনীত করা হলেও ছিলেন না কোন নারী। তবে এনএসসি থেকে সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসিকে কাউন্সিলর করা হয়েছিল।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিসিবি সভাপতি হওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল বোর্ড নারী পরিচালক আনার সম্ভাবনার কথা বলেন। বোর্ডে লিঙ্গবৈষম্য দূর করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
বুলবুল বলেন, ‘দেখুন, ক্রিকেটে প্রতিবছর আইন পরিবর্তন হয়। নতুন আইনে, প্লেয়িং কন্ডিশনের বিধিও বদলে গেছে। কিন্তু আমাদের (বিসিবি) গঠনতন্ত্র একই রয়ে গেছে। সুতরাং এখানে কিছু পরিবর্তন আনার চেষ্টা করবো। আমাদের বোর্ডটা পুরুষ নিয়ন্ত্রিত। এখানে নারীদের আনতে হবে। এটাই হওয়া উচিত সবচেয়ে বড় পরিবর্তন।’