ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বেলিংহ্যাম

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০২ অক্টোবর ২০২৫, ০৭:৫২ পিএম
ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বেলিংহ্যাম
ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদ কিংবা ইংল্যান্ড জাতীয় দল, ইনজুরি কাটিয়ে এখনও কোথাও নিজের সেরা ছন্দে ফিরতে পারেনি জুড বেলিংহ্যাম। তবুও, গত মৌসুমের পারফরমেন্সের ভিত্তিতে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। বর্ষসেরা ফুটবলার হতে তিনি পেছনে ফেলেছেন ডেক্লান রাইস ও হ্যারি কেইনকে।

বুধবার (১ অক্টোবর) ইংল্যান্ড ফুটবল সমর্থকদের ভোটে সেরা হওয়ার খবর জানানো হয়। ডেক্লান রাইস হয়েছেন দ্বিতীয় এবং হ্যারি কেইন তৃতীয় হয়েছেন এই নির্বাচনে।

বিবেচিত সময়ে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আট ম্যাচ খেলেন বেলিংহ্যাম। গোল করেন একটি। অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির অধীনে ইউরোপের দ্বিতীয় সারি থেকে নেশন্স লিগের শীর্ষ সারিতে ফেরে ইংল্যান্ড। এরপর টমাস টুখেলের কোচিংয়ে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করে তারা। এখন পর্যন্ত বাছাইপর্বে পাঁচ ম্যাচের সবগুলোতেই জিতেছে ইংলিশরা।

২২ বছর বয়সি বেলিংহ্যাম ইংল্যান্ডের বাইরের কোনো ক্লাবে খেলে এই পুরস্কার জেতা মাত্র দ্বিতীয় ফুটবলার। এর আগে ২০০৬ সালে বায়ার্ন মিউনিখে খেলার সময় ওয়েন হারগ্রিভস প্রথম এমন কীর্তি গড়েছিলেন।

এর আগে গত বছর এই পুরস্কার জিতেছিলেন কোল পালমার। তারও আগে পরপর দুই বছর ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন বুকায়ো সাকা।