র‌্যাঙ্কিংয়ে অভিষেক শর্মার রেকর্ড পয়েন্ট, ৪৫ ধাপ উন্নতি হলো সাইফের

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:০১ অক্টোবর ২০২৫, ০৫:৪২ পিএম
র‌্যাঙ্কিংয়ে অভিষেক শর্মার রেকর্ড পয়েন্ট, ৪৫ ধাপ উন্নতি হলো সাইফের
ছবি : সংগৃহীত

২০ বছর পেরিয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টির বয়স, টি-২০ র‌্যাঙ্কিংয়ের ১৪। এই সময়ে ব্যাটারদের এক নম্বর র‌্যাঙ্কিংয়ে কত জনই উঠেছেন! কিন্তু ইন্ডিয়ার অভিষেক শর্মা যা করেছেন, তা কখনও দেখা যায়নি। সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জন করার নজির গড়েছেন এই ২৫ বছর বয়সি।

গত সপ্তাহের হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখা অভিষেকের রেটিং পয়েন্ট এখন ৯৩১। ইন্ডিয়ান ওপেনার ভেঙেছেন ইংল্যান্ডের দাওভিদ মালানের নজির। মালান ২০২০ সালে সর্বোচ্চ ৯১৯ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন। অভিষেকের এই কীর্তি হলো এশিয়া কাপের সাফল্যের কল্যাণে। সিরিজসেরা হওয়ার আসরটিতে ৩ ফিফটিতে ৩১৪ রান করেছেন তিনি।

দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ফিলিপ সল্টের সঙ্গে অভিষেকের রেটিং পয়েন্ট পার্থক্য এখন ৮২। এশিয়া কাপের ফাইনাল জেতানো তিলক বার্মা ৮১৯ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরেই আছেন। শীর্ষ পাঁচের আর পরিবর্তন বলতে দুই ধাপ এগিয়েছেন পাথুম নিশাঙ্কা, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এক ধাপ পিছিয়ে এখন ছয়ে। জাসপ্রিত বুমরাহকে প্রথম পাকিস্তানি হিসেবে ছক্কা হাঁকানো সাহিবজাদা ফারহান ১১ ধাপ এগিয়ে উঠেছেন ১৩ নম্বরে।

এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স অনেকের কাছেই সন্তোষজনক নয়। তবে আসরটা মন্দ কাটেনি সাইফ হাসানের। ১৭৮ রান করে হয়েছিলেন বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রাহক। র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন তিনিই। ৪৫ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠেছেন, ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সাইফই এখন সবার চেয়ে এগিয়ে। তার রেটিং পয়েন্ট ৫৫৫।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে বরুণ চক্রবর্তীই শীর্ষে রয়েছেন। ১২ ধাপ করে এগিয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও জাসপ্রিত বুমরাহ। যদিও একজনের স্থান ১৪ ও অন্যজনের ২৯-এ, কুলদীপ যাদব এগিয়েছেন ৯ ধাপ। বাংলাদেশের রিশাদ হোসেন ৬ ধাপ এগিয়ে এখন ২০ নম্বরে। সাইম আয়ুব ৫১ ধাপ এগিয়ে চলে এসেছেন ৫৮ নম্বরে।

চমক রয়েছে টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে। পাকিস্তানি ওপেনার আয়ুব এখন এক নম্বর অলরাউন্ডার। তিনি ৪ ধাপ উপরে উঠায় হার্দিক পান্ডিয়া শীর্ষস্থান হারিয়ে একধাপ নিচে নেমেছেন। একধাপ অবনতি হয়েছে আফগানিস্তানের মোহাম্মদ নবিরও, তার স্থান এখন তিনে।