কাতার বিশ্বকাপের পর পেনাল্টি মিস মেসির!

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
কাতার বিশ্বকাপের পর পেনাল্টি মিস মেসির!
ছবি : সংগৃহীত

২০২২ সালের পর প্রথম বার পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। তার ব্যর্থতার দিনে মেজর লিগ সকারে শার্লটের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে ইন্টার মায়ামি।

৩২ মিনিটে মেজর লিগ সকারের চলতি মৌসুমে ২০তম গোলের সুযোগ পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা। পেনাল্টি বক্সে তিনি ফাউলের শিকার হলে ভার রিভিউর পর স্পট কিকের রায় দেন রেফারি। বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে দুই গোল করা মেসি খুব আত্মবিশ্বাসী ছিলেন। তাই স্পট কিক নেওয়ার সময় পানেকা শট বেছে নেন। কিন্তু শার্লট গোলকিপার বুদ্ধিদীপ্ত ভঙ্গিমায় জায়গায় দাঁড়িয়েই আটবারের ব্যালন ডি’অর জয়ীকে রুখে দিয়েছেন।

অথচ সর্বশেষ তিন পেনাল্টিতেই তিনি সফল হয়েছিলেন। আর সর্বশেষ পেনাল্টি মিসের ঘটনা ঘটে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচে।

এই মিসের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে থাকে মায়ামি। ৩৪, ৪৭ ও ৮৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ইদান তোকলোমাতি। শেষ গোলটি ছিল পেনাল্টি থেকে।

শেষ দিকে আরও বিপদ বাড়ে মায়ামির। ৭৯ মিনিটে দশ জনের দলে পরিণত হয় তারা। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন টমাস আভিলেস।

লিগে শার্লটের এটি টানা নবম জয়, যা ২০১৮ সালে সিয়াটল সাউন্ডার্সের গড়া এমএলএস রেকর্ডের সমান। এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের সেরা চারের তালিকায় নিজেদের অবস্থান আরও মজবুত করেছে তারা। অন্যদিকে হাতে এখনও কিছু ম্যাচ বাকি থাকলেও প্লে-অফের দৌড়ে টিকে থাকতে শেষ পর্যন্ত বড় ধরনের লড়াই করতে হবে মায়ামিকে।