জর্জিনাকে এনগেজমেন্টে রোনালদোর দেয়া ককটেল রিং আসলে কী?

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২১ আগস্ট ২০২৫, ০২:২৫ পিএম
জর্জিনাকে এনগেজমেন্টে রোনালদোর দেয়া ককটেল রিং আসলে কী?
ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গত ১১ আগস্ট ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণা দেন জর্জিনা। ইনস্টাগ্রামের এক পোস্টে নিজের হাতে থাকা বিশাল হীরার আংটির ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'হ্যাঁ, আমি রাজি। এই জীবনেই নয়, আমার সব জীবনে।' এরই মধ্যে স্পেনের গয়নাবিশেষজ্ঞ হুয়ানা গার্সিয়া বলেছেন, জর্জিনাকে দেয়া রোনালদোর আংটিটি আসলে প্রপোজাল রিং নয়, এটা 'ককটেল রিং'।

জর্জিনার হাতে থাকা আংটিতে রয়েছে বিশাল এক ওভাল আকৃতির হীরা, যা বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী ওজন ২৫ থেকে ৩০ ক্যারেটের মধ্যে। জুয়েলারি বিশেষজ্ঞ ব্রিওনি রেমন্ডের মতে, ছবির মাধ্যমে সঠিক আকার নির্ধারণ কঠিন হলেও কেন্দ্রের পাথরটি নিশ্চিতভাবেই ১৫ ক্যারেটের বেশি।

তবে স্পেনের গয়নাবিশেষজ্ঞ হুয়ানা গার্সিয়া ইতালির এক সংবাদমাধ্যমকে জানিয়েছে, এটা আসলে প্রপোজাল রিং নয়, এটা 'ককটেল রিং'। এখন প্রশ্ন হচ্ছে ককটেল রিং কী?

ককটেল রিংয়ে সাধারণত মূল পাথরটি ডিজাইনে যতটুকু প্রয়োজন তার চেয়ে বড় হয়, যেটার মূল উদ্দেশ্য মনোযোগ আকর্ষণ করা। বিয়ের আংটি থেকে আলাদা করতে এটা ডান হাতে পরা হয়। জর্জিনা আংটিটি বাঁ হাতে পরেছেন। বাগদানের আংটি ককটেল আংটি থেকে আলাদা। বাগদানের আংটি আকৃতিতে ছোট এবং পরতে আরামদায়ক হয়। কারণ, এই আংটি সাধারণত বাগ্‌দত্তা প্রতিদিন পরেন।

ইতালিয়ান সংবাদমাধ্যম কোরিয়েরে দেল্লো স্পোর্তকে দেয়া এক সাক্ষাৎকারে হুয়ানা গার্সিয়া বলেন, ‘বাগদানের আংটি হওয়ার শর্ত পূরণ করতে পারেনি’ রোনালদোর উপহার দেয়া আংটিটি। সহজ কথায়, বাগদানের আংটি যেমন হয়, রোনালদোর দেয়া আংটিটি সেই কাতারে পড়ে না।'