পিএসজিতে ভাঙনের সুর, কোথায় যাচ্ছেন দোন্নারুমা?

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১২ আগস্ট ২০২৫, ১০:৫৭ এএম
পিএসজিতে ভাঙনের সুর, কোথায় যাচ্ছেন দোন্নারুমা?
ছবি : সংগৃহীত

মাত্রই ইউরোপসেরা হয়েছে পিএসজি। ট্রেবল জিতে ইতিহাস গড়ার পর অপেক্ষা নতুন মৌসুম শুরুর। বুধবার (১৩ আগস্ট) আর একটি শিরোপা জেতার সুযোগ পিএসজির সামনে। আর এমন সময়ে কি–না দলে ভাঙনের সুর! গোলরক্ষক জিয়ানলুইগি দোন্নারুম্মার পিএসজি ছাড়ার গুঞ্জন চাউর হয়েছে।

দোন্নারুম্মা যে পিএসজি ছাড়ছেন তা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। যে কারণে ইউরোপা লিগজয়ী টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে উয়েফা সুপার কাপের ফাইনালের স্কোয়াড থেকে তাকে বাদ দিয়েছে পিএসজি। নতুন চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানানোয় দোন্নারুম্মার পিএসজি ছাড়ার গুঞ্জন জোরালো হয়েছে, আর তার সম্ভাব্য গন্তব্য হতে পারে প্রিমিয়ার লিগ।

লেকিপের খবর অনুযায়ী, উয়েফা সুপার কাপের টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের জন্য পিএসজির স্কোয়াড থেকে দোন্নারুম্মাকে বাদ দিয়েছেন কোচ লুইস এনরিকে। ইতালিয়ান এই গোলকিপার আগামী সপ্তাহের মাঝমাঝি দলের সঙ্গে উদিনে ভ্রমণ করবেন না, ফলে নতুন মৌসুমে ক্লাবের উদ্বোধনী ম্যাচও মিস করবেন তিনি।

ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, দোন্নারুম্মাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া স্পষ্ট ইঙ্গিত যে তিনি হয় এই গ্রীষ্মেই, নয়তো আগামী মৌসুমে লিগ ওয়ানের জায়ান্ট শিবির ছেড়ে যাবেন। নতুন চুক্তিতে সই না করায় ক্লাব ও খেলোয়াড়ের সম্পর্ক পুরোপুরি ভেঙে গেছে।

দোন্নারুম্মার ভবিষ্যৎ এখনো নিশ্চিত নয়, তবে রোমানোর দাবি, এই ইতালিয়ান সম্ভবত ইংল্যান্ডে গিয়ে প্রিমিয়ার লিগের একটি দলে যোগ দেবেন। আন্দ্রে ওনানার বিকল্পের সন্ধানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডই তার পরবর্তী গন্তব্য হওয়ার সম্ভাবনা বেশি।