ব্যালন ডি’অরে আর আস্থা নেই রোনালদোর

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৯ আগস্ট ২০২৫, ০৭:৫৫ পিএম
ব্যালন ডি’অরে আর আস্থা নেই রোনালদোর
ছবি : সংগৃহীত

টানা দুই বছর ব্যালন ডি’অরের মনোনীত তালিকায় নেই ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩০ জনের এই তালিকায় জায়গা হয়নি লিওনেল মেসিও। তবে এই নিয়ে কিছু বলতে শোনা যায়নি মেসির থেকে। তবে তীর্যক মন্তব্য ছুঁড়েছেন রোনালদো। 

পর্তুগালে প্রীতি ম্যাচে রিও আভেকে ৪-০ গোলে হারায় রোনালদোর আল নাসর। এ ম্যাচে হ্যাটট্রিকের পর ‘স্পোর্ট টিভি পর্তুগাল’-এর প্রশ্নের জবাবে ব্যালন ডি’অরের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’-কে একহাত নেন তিনি। রোনালদোর স্পষ্ট মন্তব্য, ‘এটা আমার কাছে মনগড়া লাগে।’

ব্যালন ডি’অর নিয়ে আস্থাহীনতার কথা এর আগেও বলেছেন পাঁচবারের এই পুরস্কারজয়ী তারকা। গত বছর ম্যানচেস্টার সিটির রদ্রির হাতে পুরস্কার ওঠায় অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। রোনালদোর মতে, ওই সময় রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রেরই জেতা উচিত ছিল, ‘কোনো বিশ্বাসযোগ্যতা নেই। অনেকবার মনে হয়েছে এমন, এবং রাগও লেগেছে।’

মনোনয়ন না পেলেও ২০২৪-২৫ মৌসুমে দারুণ ফর্মে ছিলেন রোনালদো। আল নাসরের হয়ে করেছেন ৩৫ গোল, পর্তুগালের জার্সিতে ৮ গোল। জিতেছেন নেশনস লিগের শিরোপাও। আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে।