মিয়ামির সঙ্গে আলোচনার টেবিলে মেসি


চুক্তি নবায়ন করতে ইন্টার মিয়ামির সঙ্গে আলোচনার টেবিলে বসেছেন লিওনেল মেসি। আলোচনার বিষয়টি সূত্রের বরাতে জানিয়েছে ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন। আটবারের ব্যালন ডি’অর বিজয়ী তারকার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৫ সাল শেষেই পুরিয়ে যাওয়ার কথা রয়েছে।
সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে মেসির অন্য লিগে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও মিয়ামিতেই থাকার ব্যাপারে আগ্রহী আর্জেন্টাইন সুপারস্টার।
২০২৩ সালের জুলাইয়ে মিয়ামিতে যোগ দেন মেসি। আড়াই বছরের চুক্তি অনুসারে এমএলএস ২০২৫ মৌসুমের শেষ পর্যন্ত আমেরিকায়ই থাকার কথা ৩৮ বছর বয়সী এই তারকা ফুটবলারের।
ক্লাবের সহ-মালিক হোর্হে মাস গত জুনে ইএসপিএনকে জানান, মেসিকে দলে রাখার জন্য তারা সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত এবং চুক্তি নবায়ন নিয়ে আশাবাদী।
হোর্হে মাস বলেন, ‘আমি আগেও বলেছিলাম, আমার ইচ্ছা ও স্বপ্ন হলো, আমাদের নতুন স্টেডিয়াম মার্চে উদ্বোধন হোক আমাদের ১০ নম্বর জার্সিধারীর (মেসি) হাত ধরে। তবে এ সিদ্ধান্ত মেসির। আমরা চাই তিনি এখানেই তার ক্যারিয়ার শেষ করেন। আমি বলেছিলাম, গ্রীষ্মে এ বিষয়ে কিছু খবর পাওয়া যাবে, তবে আশা করি এর আগেই হবে।’
মেসির নেতৃত্বে মিয়ামি ইতোমধ্যেই তাদের ইতিহাসের প্রথম ট্রফিগুলো জিতেছে। ২০২৩ সালে লিগস কাপ, ২০২৪ সালে সাপোর্টারস শিল্ড এবং এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড অন্যতম।
এসব সাফল্যের সিড়ি বেয়ে চলতি ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে মিয়ামি। গ্রুপ এ-তে দ্বিতীয় হয়ে নকআউট পর্বে উঠলেও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে ৪-০ গোলে হেরে বিদায় নেয়।
মিয়ামির জার্সিতে ৩৮টি এমএলএস ম্যাচে ৩১ গোল ও ২২ অ্যাসিস্ট করেছেন মেসি। জিতেছেন ২০২৪ সালের এমভিপি অ্যাওয়ার্ড। এছাড়া ২০২৪ ও ২০২৫ সালের কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ৯ ম্যাচে করেছেন ৭ গোল ও ২ অ্যাসিস্ট।
যদিও মিয়ামির কোচ হাভিয়ের মাচেরানো গতকাল শুক্রবারও নতুন চুক্তির বিষয়ে জানাননি। মাচেরানো বলেন, ‘না, আমি এসব বিষয়ে কথা বলি না। আমরা কেবল ফুটবল ও পারফরম্যান্স নিয়ে আলোচনা করি। ক্লাব বিশ্বকাপ নিয়ে আমাদের কথা হয়েছে। শেষ ম্যাচটা বাদ দিলে আমরা ভালো খেলেছি এবং প্রতিযোগিতামূলক ছিলাম। ফুটবল সবসময় সুযোগ দেয় না, কিছু সময়ে নেয়ও।’