শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা বিসিবির

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৪ জুলাই ২০২৫, ১১:৩৯ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা বিসিবির

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলমান। এর মধ্যেই শুক্রবার (৩ জুলাই) তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাঈম শেখ।

আর এক বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন সাইফউদ্দিন। সবশেষ, গত বছরের মে মাসে জিম্বাবুয়ে সিরিজে এই ফরম্যাটে খেলেছিলেন তিনি।

আগামী ১০ জুলাই ক্যান্ডিতে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচটি হবে ১৩ জুলাই। তিন দিন পর ১৬ জুলাই শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে কলম্বোতে। সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।

টি- টোয়েন্টি সিরিজের বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এদিকে, শনিবার (৪ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ।