৪০ বছর পর অবনমিত ক্লাব, মালিক এমবাপ্পের বিরুদ্ধে ক্ষোভ


কিলিয়ান এমবাপ্পের জন্য সময়টা ভালো যাচ্ছে না। চ্যাম্পিয়ন্স লিগের খরা কাটাতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন, সেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। লা লিগার শিরোপা বার্সেলোনার কাছে হারানোর দ্বারপ্রান্তে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে তার সাবেক ক্লাব পিএসজি লিগ ওয়ানের চ্যাম্পিয়ন হওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালও নিশ্চিত করে ফেলেছে। ব্যক্তিগতভাবে এমবাপ্পের ফর্মও আশানুরূপ নয়, শেষ ৬ ম্যাচেই কোনো গোলের দেখা পাননি এই ফরাসি সুপারস্টার।
আসে, চারদিক থেকেই আসে। কিলিয়ান এমবাপ্পের জন্য কোনো ভালো খবর নেই এই মুহূর্তে। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার দুইদিনের মাথায় আরও একটি দুঃসংবাদ পেলেন এই ফরাসি সুপারস্টার। ফ্রান্সে এমবাপ্পের মালিকানাধীন ক্লাব দ্বিতীয় বিভাগ থেকে তৃতীয় বিভাগে অবনমিত হয়েছে।
গত সেপ্টেম্বরে ফ্রান্সের লিগ টুর ক্লাব কায়েনের মালিকানা পান এমবাপ্পে। মাত্র ৭ মাসের মধ্যেই ক্লাবটি ন্যাশনাল ওয়ানে অবনমিত হলো। ৪০ বছরের মধ্যে এই প্রথম ফ্রান্সের তৃতীয় বিভাগে নেমে গেছে দলটি।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে নাস্তানাবুদ হয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে এমবাপ্পের মালিকানাধীন কায়েনও একই ভাগ্য বরণ করেছে। মার্তিগেসের বিপক্ষে ৩-০ গোলে হেরে যাওয়ায় লিগ টু থেকে তাদের অবনমন নিশ্চিত হয়ে গেছে। আগামী মৌসুমে ১৯৮৪ সালের পর প্রথমবারের মতো ন্যাশনাল ওয়ানে খেলবে কায়েন।
চলতি মৌসুমে লিগ টুয়ে দ্বিতীয় বাজেতম রক্ষণের রেকর্ড কায়েনের। মাত্র ৫টি ম্যাচে জিতেছে এমবাপ্পের মালিকানাধীন ক্লাবটি। ক্লাবটির এমন অধঃপতন অপ্রত্যাশিত না হলেও তা তাদের গৌরবোজ্জ্বল ইতিহাসের জন্য কলঙ্কের বটে। যে কারণে সমর্থকদের সব রাগ গিয়ে পড়েছে এমবাপ্পের পরিবারের ওপর। গত সেপ্টেম্বরে এমবাপ্পের পরিবার কায়েনের ৮০ ভাগ মালিকানা পায়, এরপর থেকে ক্লাবটির নিম্নমুখী যাত্রা চলছেই। ফলে অবনমনের দায় গিয়ে পড়ছে এমবাপ্পের পরিবারের ওপরেই।
গ্রীষ্মকালীন দলবদলের সময়েই শঙ্কা দানা বেঁধেছিল। ক্লাবের অধিনায়ক রোমাইন থমাস ক্লাবের রিক্রুটমেন্ট পদ্ধতির কাঠামো ও কৌশলের বিরুদ্ধে প্রকাশ্যেই অবস্থান নিয়েছিলেন। সেই সমন্বয়হীনতার প্রভাবই পড়েছে মাঠের খেলায়। পুরো মৌসুমে কায়েনের খেলায় কোনো লক্ষ্য বা ধারাবাহিকতা ছিল না।
যার প্রেক্ষিতে ক্লাবের সমর্থকরা ক্রমেই বিক্ষুব্ধ হয়ে উঠতে থাকেন। ঘরের মাঠে হোক আর আওয়েতে, কায়েনের খেলা মানেই সমর্থকরা প্রতিবাদী ব্যানার নিয়ে হাজির হচ্ছেন। 'এমবাপ্পে, এসএমসি (ক্লাবের নামের সংক্ষিপ্তরূপ) তোমার খেলনা নয়' এবং 'আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য চাওয়ার আগে স্থানীয় চরিত্রদের সম্মান করো'–এই ধরণের স্লোগানও দিতে দেখা যায় তাদের।
সময়টা আসলেই এমবাপ্পের জন্য কঠিন।