বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় নারী ফুটবলাররা 

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৪ এপ্রিল ২০২৫, ০৪:০৯ পিএম
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় নারী ফুটবলাররা 
ছবি : সংগৃহীত

উচ্ছ্বাস, উৎসবের আমেজে বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে গোটা দেশ। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রাও। 

সোমবার শাহবাগ এলাকায় অধিনায়ক আফঈদা খন্দকারের নেতৃত্বে ১০-১২ জন খেলোয়াড় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা বৈশাখী উৎসবে অংশ নিয়েছিলেন। 

জাতীয় দলের জার্সি ও কালো প্যান্ট পরে নারী ফুটবলাররা শোভা যাত্রায় অংশ নেন।

সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে হাজারো মানুষের অংশগ্রহণে বের করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শাহবাগের সেই শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায় নারী ফুটবলারদেরও। 

জাতীয় দলের জার্সি ও কালো প্যান্ট পরে নারী ফুটবলাররা মনোযোগের সঙ্গে ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত উপভোগ করেন। তাছাড়া আনন্দ শোভাযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা নানান শিল্পকর্ম ও প্রতিকৃতি আগ্রহভরে দেখেন তারা।