অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ


চলতি বছর আরও ব্যস্ততা বাড়ছে জাতীয় দলের। ২০২৫ এফটিপির বাইরে পাকিস্তানের পর এবার টি-টোয়েন্টি সিরিজ হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে। মূলত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায়, চলতি বছরের অক্টোবরে গত বছরের স্থগিত এই সিরিজ আয়োজন করতে একমত হয়েছে বিসিবি আর আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরের সময়সূচি ঘোষণা করেছে বিসিসিআই।
কোভিড পরবর্তী ক্রিকেটে ব্যস্ততা বেড়েছে জাতীয় দলের। আইসিসি এসিসি ইভেন্ট তো আছেই, আছে টানা সিরিজ। কদিন আগেই বিসিবি সভাপতি জানিয়েছিলেন এফটিপির বাইরে রঙিন পোশাকে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে একটি সিরিজ খেলবেন টাইগাররা। তবে চলতি বছরই বাড়তে পারে সেই সিরিজের সংখ্যা।
২০২৪ এফটিপিতে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ ছিল বাংলাদেশের যা পরবর্তীতে ভেন্যু জটিলতায় স্থগিত হয়। কিন্তু জানা গেছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায় আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনে একমত হয়েছে দুই দেশের বোর্ড। সম্ভাব্য তারিখ ২ থেকে ১২ অক্টোবর, ভেন্যু সংযুক্ত আরব আমিরাত।
আফগানদের বিপক্ষে স্থগিত দুই ম্যাচের টেস্ট নিয়েও ইতিবাচক বিসিবি আর আফগান ক্রিকেট বোর্ড। তবে এবছর যা মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা নেই। তবে ২০২৭ ক্যালেন্ডারে আয়োজিত হতে পারে টেস্ট সিরিজটি।
ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলতে চলতি বছর বাংলাদেশে যে আসছে ইন্ডিয়া খবরটি পুরোনো। নতুন খবর হলো দিনক্ষণ না জানালেও আনুষ্ঠানিকভাবে সেই সফরের সময় প্রকাশ করেছে টিম ইন্ডিয়া। চলতি বছরের আগস্ট। এখানেই শেষ নয়, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পরিকল্পনাও প্রকাশ করেছে বিসিসিআই। যেখানে বিশ্বকাপের আগে ভারত খেলবে ২৭টি ওয়ানডে। যেখানে চলতি বছর ৯টি আর বাকি ১৮টি ওয়ানডে হবে ২০২৬ সালে।