ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত : এবি পার্টির চেয়ারম্যান

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৪ এএম
ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত : এবি পার্টির চেয়ারম্যান

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ছিল একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তারা রাষ্ট্রের মেরামত চেয়েছে। শুধু শাসকের পরিবর্তন নয় শাসন ব্যবস্থার পরিবর্তন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ তাদের অন্যতম আকাঙ্ক্ষা।

অন্তর্বর্তী সরকারের ৬ মাস পূর্ণ হওয়া উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান একথা বলেন। 

রাজধানীর বিজয় নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণঅভ্যুত্থানের পক্ষশক্তিগুলোর সংস্কার ও নির্বাচন প্রশ্নে ঐকমত্যে পৌঁছাতে গুরুত্বারোপ করেন এবি পার্টি। দলটির চেয়ারম্যান বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে পরাজিত-পতিত ফ্যাসিবাদীদের হুমকি-ধামকি-উস্কানি বিষয়ে সতর্ক থাকতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা, অর্থনৈতিক রাজনৈতিক বিষয়গুলোতে দক্ষতা ও দায়িত্বশীলতার প্রমাণ দিয়ে অন্তর্বর্তী সরকারকে কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, ভারতের ষড়যন্ত্রে সৃষ্ট বন্যা, সাম্প্রদায়িক সংঘাত বাঁধানোর ঝুঁকি, প্রশাসনে বঞ্চিতদের পদোন্নতি-পদায়ন, দুর্নীতিগ্রস্ত প্রকল্প বাতিল, অসংখ্য মিথ্যা মামলা প্রত্যাহার, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোসহ ফ্যাসিবাদের রেখে যাওয়া অনিয়ম ও লুটপাটের ধ্বংসস্তূপ থেকে দেশকে ঘুরে দাঁড় করানোর বিরাট চ্যালেঞ্জ ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। তিনি বলেন, ছয় মাসে এসব কাজে বিরাট ধকল গেছে এই সরকারের উপর। সেজন্য তাদেরকে অশেষ ধন্যবাদ ও দেশবাসীর পক্ষ থেকে তাদের প্রতি আবারও আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধানকে প্রথম দিনই বলেছিলাম রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করার জন্য একটি টিম গঠন করুন, কিন্তু সেটা করা হয়নি।

যে দলগুলো জুলাই-আগস্টে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে তারা আজ একে অপরকে হেয় করে কথা বলছে। অযথা বাকযুদ্ধে জড়িয়ে তারা বিভেদ বাড়াচ্ছে। এটি কাম্য নয়। 

তিনি ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নেয়া সকল শক্তির ঐক্যবদ্ধ থাকার উপর জোড় দেন।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, গুম, খুন ও গণহত্যাকরীদের যে কোন তৎপরতার ব্যপারে নমনীয়তার কোন সুযোগ নাই। বিচার ও ক্ষমা চাওয়ার আগে খুনীদের যেকোন বক্তব্য ও কার্যক্রমের ব্যাপারে আমরা কড়া অবস্থানের পক্ষে।

তিনি বলেন, খেটে খাওয়া মানুষেরা সংস্কার বা নির্বাচন নিয়ে চিন্তিত নয়, তারা বেশি চিন্তিত কোনরকম খেয়ে পরে বেঁচে থাকার নিশ্চয়তা নিয়ে। দ্রব্যমূল্য ও নিরাপত্তা নিয়ে জনগণ চূড়ান্তভাবে বিরক্ত হওয়ার আগেই নিজেদের দক্ষতা ও দায়িত্বশীলতার প্রমাণ দেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অবঃ) দিদারুল আলম, লে. কর্ণেল অব. হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, ব্যারিস্টার সানী আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক আমজাদ খান প্রমুখ।