প্রবাসীদের অনেক ত্যাগ রয়েছে হাসিনার পতনে : আমির খসরু

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২২ জানুয়ারি ২০২৫, ০২:৩৯ পিএম
প্রবাসীদের অনেক ত্যাগ রয়েছে হাসিনার পতনে : আমির খসরু
ছবি : সংগৃহীত

শেখ হাসিনার পতনে প্রবাসীদের অনেক ত্যাগ এবং অবদান রয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার পতনে প্রবাসীদের অবদান দেশের ভেতরে অনেকে অনুধাবন করতে পারেনি। অভিনন্দন জানাই রেমিটেন্স যোদ্ধাদের।

বুধবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আমেরিকার বিএনপি নেতাদের আয়োজনে বাংলাদেশের গণতন্ত্রায়ণ ও উন্নয়নে বহির্বিশ্বে বিএনপির ভূমিকা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, এই আন্দোলনে কৃতিত্ব যারা একাই নিজেদের মনে করছে তারা তো প্রবাসীদের আন্দোলন দেখেনি।

অত্যাচারিত হয়েও খালেদা জিয়া ফ্যাসিস্টদের সঙ্গে আপস করেননি জানিয়ে তিনি বলেন, আপস না করে বছরের পর বছর জেল খেটে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে অবদান রেখেছেন বেগম খালেদা জিয়া। জনগণের প্রতি দায়বদ্ধ ছিল না বলেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পেরেছে।

অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহযোগিতা করছে জানিয়ে তিনি বলেন, জনগণের মালিকানা ফিরিয়ে দেয়ার প্রথম কাজ মানুষের ভোটের অধিকার ফিরয়ে দেয়া। গণতন্ত্রের বাইরে যাবার সুযোগ নেই। এটি একমাত্র পথ। এই সরকারকে সমর্থন ও সহযোগিতা করছি। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কিছু করতে গেলে মানুষের মনেও ভিন্ন চিন্তা আসতে পারে।

তিনি বলেন, ফ্যাসিস্টের জন্য পথ খুলে দিতে চাইলে অন্য পথে চলুন। শেখ হাসিনা পালাবার পরে মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে তা না বুঝলে উপায় নাই।