বাজারে ১ হাজার ২০০ কোটি টাকার বন্ড ছাড়বে ডাচ-বাংলা ব্যাংক

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২২ জানুয়ারি ২০২৫, ০৬:৩৫ পিএম
বাজারে ১ হাজার ২০০ কোটি টাকার বন্ড ছাড়বে ডাচ-বাংলা ব্যাংক

বেসরকারি ব্যাংক ডাচ-বাংলা পিএলসিকে বাজারে এক হাজার ২০০ কোটি টাকার সাব-অর্ডিনেট বন্ড ছাড়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আন্তর্জাতিক নীতিমালা ব্যাসেল-৩ অনুসারে, মূলধন বৃদ্ধিতে ২০২৩ সালের ২৮ ডিসেম্বর বাজারে বন্ড ছাড়ার অনুমতি চায় ডাচ-বাংলা ব্যাংক। সেই পরিপ্রেক্ষিতেই ডাচ বাংলাকে বাজারে বন্ড ছাড়ার অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যানুযায়ী, আন সিকিউরড, নন-কনভার্টেবল ও রিডিমেবল ক্যাটাগরির মোট ১ হাজার ২০০ বন্ড বাজারে ছাড়বে ব্যাংকটি। প্রতিটি বন্ডের দাম নির্ধারণ করা হয়েছে ১ কোটি টাকা।

গতবছর তৃতীয় প্রান্তিকে ডাচ্‌–বাংলা ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। ২০২৩ সালে একই সময়ে আয় ছিল ১ টাকা ৯৭ পয়সা। 

২০২৪ সালের তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৭০ পয়সা। ২০২৩ সালের একই সময়ে শেয়ারপ্রতি ৪ টাকা ৭১ পয়সা আয় হয়েছিল ডাচ-বাংলার।