হাদির ওপর হামলা করেছে আওয়ামী লীগ!
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার মতে, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের আঁকা ষড়যন্ত্রের ছকেরই সূচনা।
শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ যেন কোনো ধরনের সুযোগ-সুবিধা আদায় করতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো একমত হয়েছে।,
তিনি আরও জানান, আলোচনার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা তিনটি রাজনৈতিক দলের নেতাদের ডেকেছিলেন। বৈঠকে দলগুলোর প্রতিনিধিদের পাশাপাশি শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। সেখানে হাদির মাও অংশ নেন।
এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনী রাজনীতিতে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এমনকি পরস্পরের বিরুদ্ধে বক্তব্যও আসতে পারে। তবে কোনো অবস্থাতেই যেন তা সীমা অতিক্রম না করে এবং আওয়ামী লীগকে রাজনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ না দেয়—এ বিষয়ে সবাই ঐকমত্য পোষণ করেছেন।
বিপি/ এএস
