‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরবো’

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পিএম
‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরবো’
ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।

এ সময় তিনি বলেন, পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার লক্ষ্যেই ওসমান হাদির ওপর এই হামলা চালানো হয়েছে। তার দাবি, এই ঘটনার মাধ্যমে একটি রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে যে দেশে নির্বাচন হলে একটি বিশেষ দলের অস্তিত্ব সংকটে পড়বে।

ফাহিম আরও বলেন, আমাদের পুলিশ প্রশাসন অকার্যকর। স্বরাষ্ট্র উপদেষ্টার যে নিষ্ক্রিয়তা, এর জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি এবং দ্রুততম সময়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আগামী ৬ ঘণ্টার মধ্যে যদি হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করবো। উপদেষ্টাকে পদ থেকে নামিয়ে আমরা ঘরে ফিরবো। আমরা আলু-পেঁয়াজের গল্প শুনতে চাই না। আমরা বিচার চাই।

তিনি বলেন, আমরা কোনো অজুহাত শুনতে চাই না, আমরা বিচার চাই।

ওসমান হাদির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে ফাহিম ফারুকী জানান, তিনি এখনো শ্বাস নিচ্ছেন এবং তাকে রক্ত দেওয়া হচ্ছে। তার পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত আছেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে। তবে তার সুস্থতা নিয়ে এখনো কোনো নিশ্চিত আশাবাদ ব্যক্ত করা সম্ভব হয়নি।

বিপি/ এএস