হাদির কিছু হলে ইন্টেরিমকে দায়ভার নিতে হবে

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ এএম
হাদির কিছু হলে ইন্টেরিমকে দায়ভার নিতে হবে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ছবি- সংগৃহীত

ওসমান হাদির কোনো ক্ষতি হলে এর দায় ইন্টেরিম সরকারকেই নিতে হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (১২ ডিসেম্বর) আয়োজিত এক ব্রিফিংয়ে সংগঠনটির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

ব্রিফিংয়ে ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বারবার সিসিটিভি ফুটেজ চেয়ে ফোন করা হচ্ছে। ফুটেজ খুঁজে বের করা ইনকিলাব মঞ্চের দায়িত্ব নয়। যারা গুলি চালিয়েছে, তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।

নেতারা আরও বলেন, তারা অন্য কোনোভাবে মৃত্যুর ব্যাখ্যা শুনতে চান না। আগামীকাল সকাল ১০টার মধ্যে দোষীদের গ্রেপ্তারে ব্যর্থ হলে সরকারের সুন্দর কথার কোনো মূল্য থাকবে না

ওসমান হাদিকে রক্ষা করতে না পারলে দেশকে কীভাবে রক্ষা করবেএমন প্রশ্ন তুলে তারা দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। পাশাপাশি শনিবার দুপুর ১২টায় শাহবাগে গণপ্রতিরোধ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

এ সময় দেশবাসীর কাছে দোয়া আয়োজনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে কেউ যেন উসকানি দিতে না পারে এবং কারও বক্তব্যে প্ররোচিত হয়ে নিজ উদ্যোগে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।

বিপি/ এএস