মারা গেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৭ নভেম্বর ২০২৫, ০২:১০ এএম
মারা গেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

মারা গেছেন দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। কিডনি রোগে আক্রান্ত মাহমুদ আলী গত দুই সপ্তাহ ধরে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

বৃহস্পতিবার বিকাল ৩টা ৫৫ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি কিডনির সমস্যায় আক্রান্ত ছিলেন এবং গত ১৩ দিন ধরে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার জানাজার নামাজ আজ রাতে ধানমন্ডির নিজ বাসার সামনে অনুষ্ঠিত হবে এবং রাতেই বনানীর কবরস্থানে দাফন করা হবে।

দিনাজপুর-৪ আসন থেকে টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী সর্বশেষ দায়িত্ব পালন করেছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে। তার আগে তিনি ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং পরবর্তী সময়ে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

উল্লেখ্য, ১৯৪৩ সালের ২ জুন দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন আবুল হাসান মাহমুদ আলী। ১৯৬৩ সালে অর্থনীতির ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সেখানেই শিক্ষক হিসেবে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৬৪ থেকে ১৯৬৬ পর্যন্ত অর্থনীতির প্রভাষক ছিলেন। পরে ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান ফরেন সার্ভিস (পিএফএস)-এ যোগ দেন।