ভাইরাল হওয়া ছবিটি শেখ হাসিনার নয়

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৮ অক্টোবর ২০২৫, ১১:২৪ পিএম
ভাইরাল হওয়া ছবিটি শেখ হাসিনার নয়

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যমুনা টিভির আদলে তৈরি একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার খবর শুনে তিনি ভারতের নয়াদিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

তবে যাচাই করে দেখা গেছে, ভাইরাল হওয়া ফটোকার্ডটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব। এতে ব্যবহৃত ছবিটিও শেখ হাসিনার নয়। এই ভুয়া কার্ডটি যমুনা টিভির কোনো প্রকাশিত সংবাদ নয় বলে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে।

ফ্যাক্টচেকিং সাইট ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, এটা শেখ হাসিনার সাম্প্রতিক কোনো ছবি নয় বরং, ভিন্ন এক নারীর ছবি এডিট করে এটি বানানো। দিল্লি বিমানবন্দরে হেঁটে যেতে বাধ্য করা হয়েছিল ৮২ বছর বয়সী এই নারী যাত্রীকে। যদিও তার পরিবার আগে থেকে হুইলচেয়ার বুক করে রেখেছিল, এরপরও এয়ার ইন্ডিয়া তাকে হুইলচেয়ার সরবরাহ করতে ব্যর্থ হয়। বেঙ্গালুরুতে পৌঁছানোর পর এই বৃদ্ধা অসুস্থ হয়ে যান এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

২০২৫ সালের ১২ মে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হওয়ার আগে ঘটে এই ঘটনাটি। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরাল ফটোকার্ডটি বিকৃত।

ফ্যাক্টওয়াচ তাদের প্রতিবেদনে উল্লেখ করে, যমুনা টিভির আদলে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ১৩ মে ২০২৫ উল্লেখ করা হয়। কিন্তু এই তারিখে যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।