ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণ করেছে: সালাহউদ্দিন

Bangla Post Desk
জেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত:২৮ অক্টোবর ২০২৫, ০৭:০৭ পিএম
ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণ করেছে: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি- সংগৃহীত

সুপারিশের মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৮ অক্টোবর) সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের বিষয়ে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন আজকে তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করেছে।  জাতীয় ঐকমত্য কমিশনকে ধন্যবাদ না দিয়ে উপায় নেই। কেন ধন্যবাদ দিচ্ছি? অবশেষে তারা তাদের প্রক্রিয়া বা কার্যক্রম সমাপ্ত করতে পেরেছেন।’

তিনি বলেন, ‘দ্বিতীয়বার তাদের ধন্যবাদ দিচ্ছি- তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। আমার মনে হয়, যা কিছু প্রস্তাব ওখানে দেওয়া হয়েছে, আপনারা যদি সেটা দেখেন, তাহলে দেখবেন আমরা যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি, সেই সনদ বহির্ভূত অনেক আদেশ এতে সংযুক্ত করা হয়েছে।’